বাংলাদেশ বিজিবি তাদের নিজ ওয়েব সাইটে নতুন করে নিয়োগ প্রকাশ করছে আজকে । বিজিবি নিয়োগ 2022 সার্কুলার বলা হয়েছে যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অসামরিক ১৬টি পদে ৮৯ জনকে নিয়োগ প্রদান করা হবে । বিজিবি নিয়োগ 2022 এর পদের জন্য আগামী ২৮ আগষ্ট এর মধ্যে আবেদন করতে বলা হয়েছে । বিজিবি নিয়োগ 2022 সার্কুলার এর জন্য আবেদন করতে পারা যাবে আগামী ২২ আগষ্ট সকাল ১০ থেকে আবেদন শুরু হবে এবং এটি চলবে ২৮ আগষ্ট ২০২২ রাত ১২ টা পযন্ত ।
বিজিবি নিয়োগ 2022 সার্কুলার এর শিক্ষাগত যোগ্যতাঃ
১৬ টি পদের জন্য বিভিন্ন রকমের যোগ্যতা দরকার হবে । নিচে বাংলাদেশ বর্ডার গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2022 তালিকা আকারে প্রদান করা হলো।
পদের নাম সমূহঃ
ইমাম
উক্ত পদে পদসংখ্যা ৩ টি । শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগবে কমপক্ষে ২য় শ্রেণিতে ফাজিল পাশ । এবং উক্ত পদের জন্য ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন । বেতন প্রদান করা হতে পাবে ১০২০০ থেকে ২৪৬৮০ টাকা পযন্ত ।
অফিস সহকারী (পুরুষ)
উক্ত পদে পদসংখ্যা ৬ টি । শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগবে কমপক্ষে এইচএসসি/সমমান পাশ । এবং উক্ত পদের জন্য ইংরেজি ও বাংলা টাইপিংয়ে অভিজ্ঞতা প্রয়োজন । বেতন প্রদান করা হতে পাবে ৯৩০০ থেকে ২২৪৬০০ টাকা পযন্ত ।
মিডওয়াইফ (মহিলা)
পদ সংখ্যা ০১ টি । শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগবে কমপক্ষে এইচএসসি/সমমান পাশ । ২ বছরের দক্ষতা ও মিডওয়াইফারি সনদ । কম পক্ষে ০১ বছরের অভিজ্ঞতা । বেতন হিসাবে প্রদান করা হবে ৯,০০০ টাকা থেকে ২১৮০০ টাকা পযন্ত ।
সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)
উক্ত পদে পদসংখ্যা ৫ টি । শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগবে কমপক্ষে এসএসসি/সমমান পাশ । এবং উক্ত পদের জন্য ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন । বেতন প্রদান করা হতে পাবে ৯০০০ থেকে ২১৮০০ টাকা পযন্ত ।
গ্রীজার (পুরুষ)
পদ সংখ্যা ৪ জন । শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি/সমমান । অভিজ্ঞতা কম পক্ষে ০২ বছর ।বেতন: ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা পযর্ন্ত ।
কার্পেন্টার (পুরুষ)
পদ সংখ্যা ০১ টি । শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগবে কমপক্ষে জেএসসি/সমমান পাশ । ০৩ বছরের দক্ষতা। বেতন হিসাবে প্রদান করা হবে ৯,৩০০ টাকা থেকে ২২৪৯০ টাকা পযন্ত ।
প্লাম্বার (পুরুষ)
পদ সংখ্যা ০১ টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগবে কমপক্ষে জেএসসি/সমমান পাশ। ০২ বছরের দক্ষতা। বেতন হিসাবে প্রদান করা হবে ৮,৮০০ টাকা থেকে ২১৩১০ টাকা পযন্ত ।
বুটমেকার (পুরুষ)
পদ সংখ্যা ০৩ টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগবে কমপক্ষে জেএসসি/সমমান পাশ। ০২ বছরের দক্ষতা। বেতন হিসাবে প্রদান করা হবে ৮,৮০০ টাকা থেকে ২১৩১০ টাকা পযন্ত ।
অফিস সহায়ক/এমএলএসএস (পুরুষ)
পদ সংখ্যা ০৫ টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগবে কমপক্ষে জেএসসি/সমমান পাশ। ০২ বছরের দক্ষতা। বেতন হিসাবে প্রদান করা হবে ৮,২৫০০ টাকা থেকে ২০০১০ টাকা পযন্ত ।
ভলকানাইজার (পুরুষ)
পদ সংখ্যা ০১ টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগবে কমপক্ষে জেএসসি/সমমান পাশ। ০২ বছরের দক্ষতা। বেতন হিসাবে প্রদান করা হবে ৮,৮০০ টাকা থেকে ২১৩১০ টাকা পযন্ত ।
ওয়ার্ডবয় (পুরুষ)
পদ সংখ্যা ০১ টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগবে কমপক্ষে জেএসসি/সমমান পাশ। ০২ বছরের দক্ষতা। বেতন হিসাবে প্রদান করা হবে ৮,২৫০০ টাকা থেকে ২০০১০ টাকা পযন্ত ।
রাখাল (পুরুষ)
পদ সংখ্যা ০২ টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগবে কমপক্ষে জেএসসি/সমমান পাশ। ০২ বছরের দক্ষতা। বেতন হিসাবে প্রদান করা হবে ৮,২৫০০ টাকা থেকে ২০০১০ টাকা পযন্ত ।
বাবুর্চি (পুরুষ)
পদ সংখ্যা ৪২ টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগবে কমপক্ষে জেএসসি/সমমান পাশ। ০১ বছরের দক্ষতা। বেতন হিসাবে প্রদান করা হবে ৮,২৫০০ টাকা থেকে ২০০১০ টাকা পযন্ত ।
মালী (পুরুষ)
পদ সংখ্যা ০৫ টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগবে কমপক্ষে জেএসসি/সমমান পাশ। ০১ বছরের দক্ষতা। বেতন হিসাবে প্রদান করা হবে ৮,২৫০০ টাকা থেকে ২০০১০ টাকা পযন্ত ।
পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)
পদ সংখ্যা ০৮ টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগবে কমপক্ষে জেএসসি/সমমান পাশ। ০১ বছরের দক্ষতা। বেতন হিসাবে প্রদান করা হবে ৮,২৫০০ টাকা থেকে ২০০১০ টাকা পযন্ত ।
পরিচ্ছন্নতাকর্মী (মহিলা)
পদ সংখ্যা ০১ টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগবে কমপক্ষে জেএসসি/সমমান পাশ। ০১ বছরের দক্ষতা। বেতন হিসাবে প্রদান করা হবে ৮,২৫০০ টাকা থেকে ২০০১০ টাকা পযন্ত ।
শারীরিক যোগ্যতা ঃ
পুরুষের জন্য ৫ ফুট, নারীর ৪ ফুট ৮ ইঞ্চি ।
ওজন ঃ পুরুষের ৪৮.৬৩ কেজি ও নারীর ৩৬.৩৬ কেজি
বুকের মাপঃ পুরুষের ৩২-৩৪ ইঞ্চি ও নারীর ৩০-৩২ ইঞ্চি
দৃষ্টিশক্তিঃ ৬/৬
বয়সঃ
সাধারণ প্রাথীদের ক্ষেত্রে ০১ জানুয়ারি ২০২১ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ১৮-৩২ বছর ।
নিয়োগ সংক্রান্ত বিষয় জানতে ভিজিট করুন বিজিবির ওয়েবসাই এখানে www.bgb.gov.bd ।
বিজিবি নিয়োগ 2022 সার্কুলার ও বিজিবি নিয়োগ 2022 সূত্রঃ বাংলাদেশ বিজিবি

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.