ব্রেকিং নিউজঃ স্বাস্থ্য অধিদপ্তর দেওয়া প্রেস ব্রিফিং এর তর্থ্য মতে বাংলাদেশে মোট তিনজনের মাঝে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে । রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর দেওয়া তর্থ্য মতে যে একজন নারী ও দুই জন পুরুষ এর মাঝে ভাইরাস পাওয়া গেছে । বিকাল তিন ঘটিকায় রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
ইতালি ফেরত প্রবাসী দুই ব্যক্তি দেশে ফেরার পর তাদের মাঝে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ পাওয়া যায়। খবরটি পাবার সাথে সাথে দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করে নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায় । বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর ।
প্রেস ব্রিফিং এ আরো বলা হয় যে শনিবার আক্রান্ত ব্যক্তিদের কন্টাক্ট ট্রেসিং পরীক্ষার মধে দিয়ে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা করো হয়। এবং তাদের রক্তের নমুনাও পরীক্ষা করা হয়। তাদের মধ্য থেকে আরও একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
ডা. ফ্লোরা জানান, আক্রান্তদের মধ্যে (০১) জন নারী, (০২)জন পুরুষ। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
উক্ত প্রেস ব্রিফিংএ আরো জানায় যে উক্ত তিনজন ছাড়াও আরো তিন জনকে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে। বাকি তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আক্রান্ত ও কোয়ারেনটাইনে রাখা ব্যক্তিদের সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে।
আরো বলেনঃ সবাইকে মুখে এখনই মাস্ক পরে ঘুরে বেড়াতে হবে, এমন পরিস্থিতি হয়নি। তবে সবাইকে সতর্ক থাকতে হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
নিয়মিত হাত ধোয়া
হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু দিয়ে মুখ ঢাকতে হবে
মানুষজনের চলাচল সীমিত করে দেয়া।
হাত ধুতে সবাইকে সবাইকে উৎসাহিত করা।
স্বাস্থ্যকর্মীরাপ্রতিরক্ষামূলক পোশাক পড়ে রোগীদের আলাদা আলাদা করে চিকিৎসা সেবা দেয়া
মুখে মাস্ক পড়ে সামান্য সুরক্ষা পাওয়া যেতে পারে
লক্ষ্মণ দেখা মাত্রই চিকিৎসা সেবা নিন
টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?
পশুবাজার পরিহার
কাঁচা খাবার এড়িয়ে চলুন
করোনাভাইরাস: লক্ষ্মণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.