আবারো নতুন করে বিশাল জনবল নিবে বাংলাদেশ সেনাবাহিনী । যারা সৈনিক হিসাবে ভর্ত্তি হতে চান তারা আগামী ৩১ মে ২০২২ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন ।
পদের নাম ঃ ইঞ্জিনিয়ারিং ও ইলকট্রিক্যাল শাখা-পুরুষ । সাপ্লাই শাখা-পুরুষ ও মহিলা
বেতন স্কেলঃ ।
পদের সংখ্যাঃ শূন্য পদের জন্য ।
শিক্ষাগত যোগত্যঃ এসএসসি অথবা সমমান। নূন্যতম জিপিএ ৪.৫০ পেয়ে পাশ করতে হবে ।
বেতন স্কেলঃ ।
পদের সংখ্যাঃ শূন্য পদের জন্য ।
শিক্ষাগত যোগত্যঃ এসএসসি অথবা সমমান। নূন্যতম জিপিএ ৪.৫০ পেয়ে পাশ করতে হবে ।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫৯ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি, প্রসারণ ৩২ ইঞ্চি
প্রাথীর বয়সঃ ০১ জানুয়ারি ২০২৩ তারিখে ২৮ বছর হতে হবে ।
আবেদনের শেষ তারিখঃ আবেদন শেষ হবে ৩১ মে ২০২২ ।
আবেদন ফ্রিঃ ৭০০ টাকা যা আবেদনের সময় কেটে নেওয়া হবে
প্রার্থীর ধরন: পুরুষ
ভর্তি শুরু: ৬ জনু ২০২২ থেকে ১০ জুন ২০২২ তারিখ পর্যন্ত ।
আবেদনের নিয়ম: টেলিটক সিমের মাধ্যমে ২টি আলাদা আলাদা এসএমএস পাঠাতে হবে। ১ম এসএমএসে SAINIK<space> এসএসসি বোর্ডের প্রথম ৩ অক্ষর<space>রোল<space>পাশের সাল<space> জেলার কোড লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এসএমএস পাঠানো প্রার্থী যোগ্য হলে একটি পিন নম্বর এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে। পিন নম্বর দিয়ে পুনরায় এসএমএস পাঠাতে হবে। এসএমএস করার সময় ৭০০ টাকা কাটা হবে।
২য় এসএমএসে SAINIK<space>YES<space>PIN NUMBER<space>প্রার্থীর মোবাইল নাম্বার লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। দ্বিতীয় এসএমএস পাঠানোর পর একটি USER ID ও Password দেওয়া হবে। এ USER ID ও Password দিয়ে http://sainik.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে।

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.