আজকে এই পোস্টটি লেখা শুরু করার আগে জানাই সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা । একটা স্বাধীন দেশে গুরুত্ব কতটা সেটা ঠিক ও ই বুঝতে পেরেছিলো বাংলার মানুষ । তাই তো নিজের বুকের তাজা রক্ত দিয়ে দেশ কে স্বাধীন করেছেন বাংলার দামাল ছেলেরা । এই স্বাধীনতার মাসে বিনম্র শ্রদ্ধা জানাই জাতির পিতা শেখ মুজিবুর রহমান কে । স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু অবদানের কথা বাঙালি জাতি কোন দিন ও ভুলবে না । আমাদের ওয়েব সাইটের নতুন ও পুরাতন পাঠকদের জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস যা কিনা বাংলাদেশের জাতীয় দিবস হিসাবে উদযাপন করা হয় । বর্তমানে নতুন প্রজন্মের জন্য স্বাধীনতা যুদ্ধের ও বাংলাদেশের সঠিক ইতিহাস এর উপরে আমাদের ব্লগ পোস্টে একটি সংক্ষিপ্ত পোস্ট করা রয়েছে চাই ঘুরে দেখতে পারেন । উক্ত পোস্টে আলোচনা করা হয়েছে মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস । আমরা সকলে কম বেশি জানিযে ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পরিকল্পিত গণহত্যা পরিচালো না করে তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার । বাঙালি জাতি শেখ মজিবুরের স্বাধীনতার ঘোষণা অপেক্ষায় ছিলো তৎকালীন পশ্চিম পাবিস্তানিদের উচিত শিক্ষা দিতে ।
আজকের এই দিনটি যথা ২৬ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি যুদ্ধের ডাক দেন । এর পরে দীঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা অজর্ন করি স্বাধীনতা তবে এর জন্য দিতে হয়েছে প্রায় ৩০ লক্ষ শহীদের বুকের রক্ত এবং মা বোনদের ইজ্জত । তাই তো বাংলার মানুষ প্রতি বছরে এই দিনটি কে যথাযোগ্য মর্যাদার মাধ্যমে পালন করে থাকেন । আপনি হয়তো ইতি মধ্যে জানতে পারছেন যে ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশ তার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করিতেছে এবং বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হচ্ছে । তাই আমরা এক সাথে বষপূর্তি উদযাপন করার জন্য আমাদের এই ছোট্ট ব্লগ পোস্টে নিয়ে এসেছি বাংলাদেশের স্বাধীনতা দিবসের বেশ কিছু শুভেচ্ছা এসএমএম, উক্তি এবং ছবি ও পিকচার কালেকশন । আপনি কি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এসএমএস, স্ট্যাটাস, স্বাধীনতা দিবসের উক্তি, উক্তি, কবিতা এবং ছবির কালেকশন খুঁজছেন? তাহলে আপনি আমাদের এই একটি পোস্টে দেখতে পাবেন আপনার প্রয়োজনীও কালেকশন গুলো ।
মহান স্বাধীনতা দিবসের স্ট্যাটাস
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্বাধীনতার শুভেচ্ছা স্ট্যাটাস পোস্ট করতে চাচ্ছেন সকলের উদ্দেশে ! তাহলে আপনি আমাদের এই পোস্টের নিচে দেখতে পাবেন নতুন নতুন সব ফেসবুকে স্ট্যাটাস কালেকশন গুলো ।
স্বাধীনতা তুমি, বড় বেশি দামী। খোলা আসমান, রক্ত প্রমান। (সৈয়দ মোঃ উবায়েদ হুসেইন জুমন)
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ! সবাইকে জানাই স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলেক্ষ লাল গোলাপ শুভেচ্ছা।
স্বাধীনতা মানে মায়ের ভাষায় লিখতে পারি, বলতে পারি কথা । স্বাধীনতা মানে লাল সবুজের একখানি নতুন পতাকা । স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই সকলকে !!
স্বাধীন দেশে জন্মেছি বলেই আজ আমাদের প্রতিটি নিঃশ্বাস স্বাধীন ভাবে নিতে পারছি ।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জালি !!
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলব না !
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ! যাদের আত্মত্যাগের বিনিময়ে এ বিজয় তাদের প্রতি গভীর শ্রদ্ধা ।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এসএমএস
আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম স্বাধীনতা দিবসের এসএসএম কালেকশন গুলো । আশা করি আপনাদের উক্ত এসএমএস কালেকশন গুলো ভালো লাগবে ।
আসুন সেই সাহসী বীরদের শ্রদ্ধা জানাই, যারা আমাদের দেশের জন্য নিজেদের জীবন বলিদান করেছে ।
স্বাধীনতা অর্জন করা সহজ কাজ নয়। কিন্তু একে ছাড়া বেঁচে থাকাও কঠিন।
স্বাধীনতা বংশ পরম্পরায় পাওয়া যায় না। এর জন্য লড়াই করতে হয়। বলিদান না দিলে স্বাধীনতা অর্জন করা সম্ভব নয় - রোনাল্ড রেগন
এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবনা...'' --- বাংলার স্বাধীনতার জন্য যাদের রক্তের নদী বয়ে গিয়েছিল বাংলার বুকে সেই সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায়-- স্বাধীনতা দিবস সফল হোক।
সব ক'টা জানালা খুলে দাও নাআমি গাইবো, গাইবো বিজয়েরই গানওরা আসবে চুপি চুপিযারা এইদেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রান…..
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের উক্তি
যাঁরা অন্যের স্বাধীনতা খর্ব করে, তাঁদেরও স্বাধীনভাবে বেঁচে থাকার কোনও অধিকার নেই - আব্রাহাম লিঙ্কন
এটাই হয়ত আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উত্খাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক। – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলার কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আমি আমার নিজের দেশ নিয়ে অসম্ভব রকম আশাবাদী৷ আমাকে যদি একশোবার জন্মাবার সুযোগ দেয়া হয় আমি একশোবার এই দেশেই জন্মাতে চাইব ৷ এই দেশের বৃষ্টিতে ভিজতে চাইব৷ এই দেশের বাঁশবাগানে জোছনা দেখতে চাইব- হুমায়ূন আহমেদ
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর – জীবনানন্দ দাশ স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন । – শামসুর রাহমান
যে নিজের স্বাধীনতার জন্য লড়াই করে, তাঁর দায়িত্ব হল অন্যের স্বাধীনতা যাতে কোনও ভাবে খর্ব না হয়, সেদিকেও নজর রাখা - টমাস পেন
যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠে আজ বসে নেশার হাট – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তোমার বুকের মধ্যে আমাকে লুকিয়ে রাখো আমি এই মাটি ছেড়ে, মাটির সান্নিধ্য ছেড়ে, আকাশের আত্মীয়তা ছেড়ে, চাই না কোথাও যেতে, কোথাও যেতে – মহাদেব সাহা
স্বাধীনতার থেকে মূল্যবান আর কিছু হয় না। তাই তো প্রতিটি মানুষেরই তাঁর স্বাধীনতা রক্ষার্থে লড়াই করা উচিত।
তোমার বুকের মধ্যে আমাকে লুকিয়ে রাখো আমি এই মাটি ছেড়ে, মাটির সান্নিধ্য ছেড়ে, আকাশের আত্মীয়তা ছেড়ে, চাই না কোথাও যেতে, কোথাও যেতে – মহাদেব সাহা
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না –
গোবিন্দ হালদার
0 Comments