ইসলামিক পোস্ট
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আশাঁ করি সকলে মহান আল্লাহতালার অশেষ রহমতে ভালোই আছেন । আজকের এই পোস্টে আপনাদের জন্য রয়েছে ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য বেশ কিছু ফেসবুক ইসলামিক পোস্ট স্ট্যাটাস ও ছবি, পিকচার কালেকশন । যা দিয়ে আশাঁ করা যায় আপনি অন্য সকল মুসলিম ভাই ও বোনদের কে ইসলামের পথে দাওয়াত দিতে পারবেন । বর্তমান সময়ে অনেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে । অনেক মুসলিম ভাই ও বোনদের ফেসবুক আইডিতে দেখা যায় বিভিন্ন রকমের অশ্লীল গান ও ভিড়িও শেয়ার করতে । আপনি সেই সকল ভাই ও বোনদের সাথে ইসলামিক পোস্ট স্ট্যাটাস ও ছবি, পিকচার গুলো শেয়ার করতে পারেন । এবং নিজের প্রোফাইলেও ব্যবহার করতে পারেন । আপনি কি ইসলামিক পোস্ট লেখা পিকচার গুলো ডাউনলোড করার জন্য বিভিন্ন ওয়েব সাইটে খোজা খুজি করছেন ? তাহলে আপনি এই পোস্টে দেখতে পাবেন আরো বেশ কিছু ফেসবুকে শেয়ার করার মতো ইসলামিক পোস্ট ও ছবি কালেকশন । তাহরে উপভোগ করুন আমাদের প্রদান করা ইসলামিক স্ট্যাটাস গুলো ।
“ হে আল্লাহ’’ ওই সব বিষয়ের সাথে আমার অন্তরকে জুড়িয়ে দেবেন না । যেগুলো আমার জন্য লেখা হয়নি!
‘ যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না…..(হযরত উমর(রাঃ)
‘ইমান এবং হিংসা- এক সঙ্গে-একই অন্তরে-থাকতে পারে না! (আল হাদীস)
‘আল্লাহ কস্টের পর সুখ দেবেন! ’’
ইসলামিক পোস্ট স্ট্যাটাস
আমাদের মাঝে অনেক মুসলিম ভাই ও বোনরা নিজেদের ফেসবুক প্রোফাইলে এবং টাইমলাইনে ইসলামিক পোস্ট স্ট্যাটাস গুলো শেয়ার করে থাকেন । সেই সকল ভাই-বোনদের জন্য আমরা নিয়ে আসলাম আজকে এই কালেকশন গুলো আশা করা যায় উক্ত ইসলামিক উপদেশ মূলক বাণী ও ইসলামিক লেখা পিকচার গুলো আপনাদের ভালো লাগবে ।
যে ঘরে কন্যাসন্তান জন্ম নেই, সে ঘর বরকতময় । (হযরত মোহাম্মাদ সাঃ)
জালেমকে ক্ষমা করা মজলুমের উপর জুলুম করার সামিল ! (হযরত ওমর রাঃ)
ফেসবুকে ইসলামিক পোস্ট
বর্তমান সময়ের খুব জনপ্রিয় সামজিক যোগায়োগ মাধ্যম হলো ফেসবুক । এখান কার বেশির ভাগ ব্যবহারকারী হলেন তরুণ সমাজ । আপনি চাইলে ফেসবুকে ইসলামিক পোস্ট শেয়ার করার মাধ্যমে তাদের কে দিনের পথে আনতে পারেন । আমরা আপনার চাহিদা অনুসারে আজকের এই পোস্টটি ও সাজিয়েছি । আপনারা এখানে আরো দেখতে পাবেন ইসলামের বাণী ও হাদিস এবং ইসলামিক কিছু কথা । যা কিনা আপনার জীবন চলার পথে দিক নিদর্শন হিসাবে কাজ করবে ।
-যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে,
– তার মত বড় বিচারক আর কেউ নেই !
আর তোমাদের ইলাহ এক ইলাহ । তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই । তিনি অতি দয়াময়, পরম দয়ালু ।
আর তোমরা সালাত কায়েম কর, যাকাত প্রদান কর এবং রুকুকারীদের সাথে রুকু কর ।
যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফেরদাউস !
ইসলামিক পোস্ট লেখা
আপনি কি ইসলামিক পোস্ট লেখা কালেকশন গুলো খোজ করছেন? তাহলে বন্ধুরা আপনাকে আর অন্য কোন ওয়েব সাইটে যেতে হবে না । কারণ আমাদের এই পোস্টে আপনাদের জন্য রয়েছে বাংলা ইসলামিক পোস্ট লেখা ও ছবি কালেকশন। আপনি চাইলে আপনার পছন্দ অনুসারে এখানে থেকে কপি করে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারবেন ।
হে মুমিনগন, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও । নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ।
আমি তোমার কাছে স্পস্ট নিদর্শনসমূহ নাযিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না ।
ইসলামিক উক্তি
ইসলামিক উপদেশ মূলক বাণী গুলো শুনতে কার না ভালোলাগে বলুন । আপনি এই পোস্টে পাচ্ছেন ইসলামিক নীতি বাক্য এবং ইসলামিক উপদেশ মূলক বাণী । আরো থাকছে আপনাদের জন্য ইসলামের বাণী ও হাদিস গুলো । আশা করা যায় আপনাদের উক্ত কালেকশন গুলো দিনের পথে চলতে সাহায্য করবে ।
আমি তো আমার সকল দুঃখ ও অস্তিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি !
লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম যিকির !
নীচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য !
বিঃদ্রঃ আমাদের এই ইসলামিক পোস্ট স্ট্যাটাস ও ছবি, পিকচার কালেকশন গুলো যদি আপনাদের ভালোলাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না । আর আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইল ও শেয়ার করে রাখতে পারেন ।

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.