আমরা সকলে কম বেশি জানি যে সকল প্রবাশি ভাইদের স্বপ্নের দেশ হলো মালয়েশিয়া । মালয়েশিয়া প্রথম পছন্দ হবার প্রধান কারণ হলো নানা বিধ সুযোগ সুবিধা রয়েছে এছাড়া মালয়েশিয়া টাকার রেট অন্য অন্য দেশের তুলনায় অনেক বেশি । এছাড়া ও দই দেশের মাঝে রয়েছে শক্তিশালী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক । বাংলাদেশের স্বাধীন হবার পর প্রথম দেশ গুলোর মাধ্যে মালয়েশিয়া বাংলাদেশকে স্বাধীনতা স্বীকৃতি প্রদান করেন । বর্তমানে বাংলাদেশে ঢাকায় মালয়েশিয়ান দূতাবাস রয়েছে । এবং মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশের দূতাবাস রয়েছে । আপনি যে কোন প্রয়োজনে শুধু মাত্র সরকারি ছুটির দিন বাদে অন্য অন্য দিন গুলোতে সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরাসরি অথবা মালয়েশিয়া বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন । আমরা আপনাদের সুবিধার জন্য নিচে অফিস এর ঠিকানা ও মোবাইল ফোন নাম্বার প্রদান করবো । আপনি কি বাংলাদেশ এম্বাসি মালয়েশিয়া মোবাইল নাম্বার ও ঠিকানা খোঁজ করছেন ? তাহলে আপনি আমাদের এই পোস্টে খুজেঁ পাবেন বাংলাদেশ এম্বাসি মালয়েশিয়ার সকল প্রয়োজনীও তর্থ্য ।
মালয়েশিয়া ভিসা কবে খুলবে?
আপনি কি আপনার স্বপ্নের দেশ মালয়েশিয়া যাওয়ার জন্য ইচ্ছুক । তাহলে আপনার জন্য রয়েছে একটি খুশির সংবাদ বাংলাদেশ থেকে আবার ও কর্মী নিবে মালয়েশিয়া । আমরা সকলে জানি যে ২০১৮ সাল থেকে দেশটি বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছিলো । ১৯ ডিসেম্বার ২০২১ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারভানান শ্রমিক নিয়োগে নতুন সমঝোতা করেন । ১৮ থেকে ৪৫ বছর বয়সীরা ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ।
কবে থেকে মালয়েশিয়া ভিসার জন্য আবেদেন শুরু হবে?
এই দিনে তেমন কোন তর্থ্য প্রদান করা হয়নি । তবে ডিসেম্বার ২০২১ থেকে ভিসার জন্য আবেদন শুরু হতে পারে এমন কথা জানানো হয়েছিল ।
মালয়েশিয়া টাকার রেট কত?
আপনি জানেন কি মালয়েশিয়া টাকা নাম কি? মালয়েশিয়া টাকার নাম হলো রিংগিত (MYR) । যেহেতু টাকা মান সব সময় কম বেশি হয়ে থাকে তাই সঠিক টাকার রেট বলা কঠিন । বর্তমান সময়ে মালয়েশিয়ান ১ রিঙ্গিৎ সমান বাংলাদেশের টাকা হলোঃ ২০.৩৮৬০ বাংলাদেশি টাকা ।
বাংলাদেশ এম্বাসি মালয়েশিয়া ঠিকানা ও মোবাইল ফোন নাম্বার
Phone:
+60342522652,
+60342510364,
+60342510893
Fax:
+60342510078 (Diplomatic Wing),
+60342510926 (Labor Wing)
+60342510569 (Defense Wing),
+60342510205 (Commercial Wing)
[email protected],
[email protected]
Website: http://www.bangladesh-highcomkl.com/

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.