সমবায় সমিতির বিনিয়োগ চুক্তিনামা
চুক্তিনামা/এগ্রিমেন্ট
……………………………….শাখা ১ম পক্ষ এবং উক্ত শাখার ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্পের আওতায়…………………………..গ্রামের ………………………..কেন্দ্রের সদস্য/গ্রাহক জনাব…………………………………..২য় পক্ষ এর মধ্যে অদ্য………………ইং তারিখে সম্পাদিত চুক্তি মোতাবেক দ্বিতীয় পক্ষ কর্তৃক আবেদনের প্রেক্ষিতে…………………….
পণ্য/দ্রব্য-সামগ্রী ১ম পক্ষ বাকীতে বিক্রয় করিতে সম্মত হয় এবং ২য় পক্ষ (……………………………) টাকা মুল্যে উক্ত পণ্য/দ্রব্য-সামগ্রী ক্রয় করিতে সম্মত হন ।
গৃহীত সামগ্রীর বিক্রয় মূল্য দ্বিতীয় পক্ষ ………………………………. ইং তারিখের মধ্যে কেন্দ্রের সাপ্তাহিক/মাসিক/ত্রৈমাসিক সভায় উপস্থিত থাকিয়া নিয়মিত …………………….. কিস্তিতে/এককালীন পরিশোধ করার অঈীকার করেন ।
আরো পড়ুনঃ সমবায় সমিতির নীতিমালা pdf
২য় পক্ষের নিকট বাকীতে বিক্রয়কৃত সামগ্রী ১ম পক্ষের নিকট হাইপোথিকেটেড থাকিবে এবং দ্বিতীয় পক্ষ পর পর ৩ টি কিস্তি/এককালীন পরিশোধে র্ব্যথ হইলে ১ম পক্ষ বিক্রয় সামগ্রী অধিগ্রহণসহ পাওনা ও ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে পারিবেন । যদি চুক্তিবন্ধ সময়ের পূর্বে হিসাব সমন্বয় হয় তাহা হইলে লভ্যাংশের ২% হারে রিবেট/রেয়াত প্রদেয় হইবে এবং সময় উর্ত্তীণ হইলে সমহারে ক্ষতিপূরণ আরোপ করা হইবে ।
উক্ত শর্তে একমত হইয়া উভয় পক্ষ অদ্য………………………………………তারিখে অত্র চুক্তিনামা স্বাক্ষর করিলাম ।
গ্রাহকের স্বাক্ষর ব্যবস্থাপনা পরিচালক
(স্বাক্ষর/সীল)
সাক্ষীগণের স্বাক্ষরঃ চেয়ারম্যান স্বাক্ষর
১।
২।
৩।

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.