দুর্গোৎসব হলো হিন্দু ধর্মালম্বীদের অন্যতম প্রধান বড় ধর্মীয় উৎসব । দুর্গাপূজা ভারতে ও বাংলাদেশে সনাতনী সমাজে বিশেষ একটি ধর্মীয় ও সামাজিক উৎসব । আপনি জানেন কি বাংলার কোন মাসে দুর্গাপূজার আগমন ঘটে? আশ্বিন মাসে দূর্গাপূজা হয় । এছাড়া আশ্বিন মাসে হিন্দু ধর্মালম্বীদের বেশ কিছু ধর্মীয় উৎসব পালিত হয়ে থাকে যেমন হলোঃ নবরাত্রি, দূর্গা পূজা, বিজয়াদশমী, কোজাগরী লক্ষ্মী পূজা, কালী পূজা ও দীপাবলি । যেহেতু দুর্গাপূজার আরে বেশ দিন বাকি নেই তাই অনেকের মাঝে একটাই প্রশ্ন হলো যে ২০২২ সালের দুর্গাপূজার আর কতদিন বাকি আছে? এবং Durga Puja 2022 Dates & Time। দূর্গা পূজা কত তারিখে এর উপর নির্ভর করে যে প্রস্থুতি নিতে হবে । তাই আমরা এই পোস্টে আলোচনা করবো দুর্গাপূজা আর কতদিন বাকি 2022 ও ২০২২ সালের পূজার সময় সূচি।
দূর্গা পূজা কত তারিখ
আসুন জেনে নেই যে ২০২২ সালের দূর্গাপূজা কবে কত তারিখে? প্রতি বছর এই দিনটিকে কেন্দ্র করে চলে নানা আয়োজন পূজা উপলক্ষে দূর দূরান্তে আত্মীয়স্বজন সকলে একত্র মিলিত হয় । এছাড়া সামর্থবানরা এগিয়ে আসেন দুর্গাপূজা উপলক্ষে গরিব-দুঃখীদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করতে । দুর্গাপূজা বিশেষ আয়োজন হলো বাড়িতে বাড়িতে সুস্বাদু খাবার নাড়ু এর আয়োজন করা। হিন্দু ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুসারে 2022 সালের দুর্গাপূজা তারিখ হলো ১ অক্টোবর ২০২২, বাংলা ১৪ ই আশ্বিন।
আরো দেখুনঃ দূর্গা পূজার ছবি ও পিকচার ডাউনলোড ২০২২ । Durga Puja Images
মহাষষ্ঠী | শনিবার ১ অক্টোবর ২০২২ | ১৪ ই আশ্বিন | রাত ৮ টা ৩৫ মিনিট ৫০ সেকেন্ড পযর্ন্ত |
মহাসপ্তমী | রবিবার ২ অক্টোবর | ১৫ ই আশ্বিন | রাত ৬ টা ২১ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত |
মহাঅষ্টমী | সোমবার ৩ অক্টোবর ২০২২ | ১৬ ই আশ্বিন | বিকাল ৩ টা ৫৯ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত |
সন্ধিপূজা | সোমবার ৩ অক্টোবর ২০২২ | ১৬ ই আশ্বিন | বিকাল ৩ টা ৩৫ মিনিট ১৮ সেকেন্ড থেকে ৪ টা ২৩ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত |
মহানবমী | মঙ্গলবার ৪ অক্টোবর ২০২২ | ১৭ ই আশ্বিন | বিকাল ৩ টা ৫৯ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত |
মহাদশমী | বুধবার ৫ অক্টোবর | ১৮ ই আশ্বিন | সকাল ১১ টা ১০ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত |

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.