মুসলমানদের বড় ২ টি উৎসব হলো ঈদ । ইদ শব্দ থেকে ঈদ শব্দটির উৎপত্তি হয় । ঈদ বলতে আমরা প্রধান ধর্মীয় উৎসব ২টা কে বুঝি একটি হলো ঈদুল ফিতর (রমজান ঈদ) আর একটি হলো ঈদুল আজহা (কোরবানী ঈদ) । এই দুটি উৎসব এর জন্য আমাদের কে ১ বছর অপেক্ষা করতে হয় । প্রথমে আমাদের মাঝে আসে মাহে রমজান ১ মাস প্রায় ৩০ টি রোজা রাখার পর শাওয়াল মাসের ১ তারিখে আমরা ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদ পালন করে থাকি । এদিকে প্রতি বছর মাহে রমজান আমাদের জন্য নিয়ে আসে অনেক বড় উপহার । রমজান মাস আমাদের কে গর্হিত ও অনৈতিক কাজ থেকে বিরোত রাখে, পূর্বের গুনাহ মাফের সুযোগ দেয় । এ মাসে ইবাদাত করা অন্য অন্য মাসের ইবাদত করার চেয়ে হাজার গুনের উত্তম । আমরা সবাই জানি যে প্রবিত্র রমজান মাসে পবিত্র কোরআন মজিদ নাজিল হয়েছে । রমজান মাসে রোজাদারদের উপহার আল্লাহতালা সাথে সাথে দিয়ে থাকেন । রমজান মাসে পবিত্রতম আর একটি রাত হলো লাইলাতুল কদর যা কিনা শবে কদর নামে বেশি পরিচিত আমাদের মাঝে । লাইলাতুল জায়জা শব্দের অর্থ হলো পুরস্কার রজনী যা হলো ঈদের আগের রাত চাঁদ রাত নামে পরিচিত । আজকে আমরা ঈদুল ফিতর উপলক্ষে এই পোস্টে আপনাদের জন্য ঈদ মোবারক পিকচার 2022 ও ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা, ঈদের ছন্দ পিকচার, ঈদের শুভেচ্ছা কার্ড গুলো শেয়ার করবো ।
ঈদ মুবারক পিকচার | Eid Mubarak Picture | ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ
আপনি কি ঈদ মুবারক পিকচার কালেকশন গুলো ডাউনলোড করার জন্য আমাদের ব্লগ সাইটে প্রবেশ করেছেন ? তাহলে আপনি আপনি আমাদের এই পোস্টে দেখতে পাবেন ২০২২ সালের নতুন নতুন Eid Mubarak Picture 2022 | ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ কালেকশন গুলো । ঈদের দিনে আল্লাহর বিধান অনুসারে আমার ঈদের মাঠে গিয়ে ২ রাকাত ঈদের নামাজ আদায় করি । অনেকে প্রশ্ন করে থাকে যে কখন থেকে ঈদের নামাজ আদায় করা যায় তাই না ফযরের নামাজ শেষ হওয়ার পর থেকে ঈদুল ফিতরের নামাজের সময় হয়ে থাকে । এছাড়াও আমরা ঈদের দিনে রমজান মাসের ভুলত্রুটির দূর করার জন্য অভাবী বা দুস্থদের কাছে ফিতরা প্রদান করে থাকি । এবছর বাংলাদেশে ফিতরা এর পরিমান নিদ্ধারণ করা করা হয়েছে সর্বনিম্ন ৭০ টাকা তবে কেউ যদি ইচ্ছা করেন যে এর চেয়ে বেশি দিবেন তাতে কোন সমস্যা নেই । আপনি জানেন কি ফিতরা প্রদান করা ওয়াজিব । তবে ঈদের নামাজ আদায় করার আগে ফিতরা প্রদান করতে হয় । ফিতরার পরিমান নির্ধারণ করা হয় আটা, কিসমিস এর বাজার মূল্যের উপর । তবে আপনি দেখবেন যে এখনো গ্রামে আড়াই কেজি আটার বর্তমান বাজার মূল্যের উপর ফিতরা প্রদান করা হয় ।



ফিতরা কাকে প্রদান করা যাবে, আর কাকে প্রদান করা যাবে না
পরিবারের সকল সদস্যদের ফিতরা প্রদান করতে হবে । বাসার ক্রীতদাস এর ওপর মালিক কর্তৃক ফিতরা আদায়যোগ্য । তবে বাসার কাজের লোকদের ওপর ফিতরা আদায়যোগ্য নয় । আপনি চাইলে আপনার বাসার কাজের লোকদের ফিতরার টাকা প্রদান করতে পারবেন । সহজ ভাবে বলতে গেলে যাকাত পাওয়ার যোগ্য যারা তাদের কে আপনি ফিতরা প্রদান করতে পারবেন ।
ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা
আপনি কি রোজার ঈদের শুভেচ্ছা পিক 2022 এর কালকশন গুলো খুঁজচ্ছেন ? তাহলে আপনি আমাদের এই পোস্টে দেখতে পাবেন রোজার ঈদের শুভেচ্ছা বার্তা এবং ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস এবং ঈদ মোবারক ছন্দ গুলো । ঈদের আনন্দ বেশি দেখা যায় ছোট-ছোট সোনা মনিদের মাঝে নতুন জামা-কাপড় পরে ঈদের নামাজ পড়তে যাওয়া । ঈদের নামাজ পড়ার পর সকল আত্নীয় স্বজনদের বাড়িতে বাড়িতে ঘুরতে যাওয়া । ঈদের সালামি ও ঈদ বোনাস প্রায় সব দেশেই রীতি আছে । ঈদ এর দিনে গরিব ধনীদের খাবার তালিকায় থাকে বিশেষ কালেকশন যেমন হলোঃ সেমাই, পোলাও, বিরিয়ানী, মুরগি গোসত, খাসী মাংস বা গরুর গোসত, কাবাব, রেজালা, চটপটি, দই, বোরহানি এবং সাথে মিষ্টি । এতো সব আয়োজন হবেনা বা কেনো ঈদুল ফিতরই হলো মুসলিমদের বৃহত্তম বাৎসরিক উৎসব । চেষ্টা করবেন আপনার আশে পাশের গরিব ও অসহায় মানুষদের সাথে আপনার ঈদের আনন্দ শেয়ার করতে ।
- ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে।
- টাকা না থাকলে পকেটে, সালামি দিন রকেটে।
- ঈদ এলো জগতে, সালামি দিন নগদে।
- থাকি ঈদের দিন আশাতে, যদি সালামি পাই উপায়ে।
- বিকাশ আছে, নগদ আছে, সালামি না দিলে খবর আছে।
- বাকা চাঁদের হাসিতে,
- দাওয়াত দিলাম আসিতে,
- আসতে যদি না পারও
- ঈদ মোবারক গ্রহন কর..
- ঈদ মোবারক মেসেজ Eid Mubarak Message
- হাঁসের ডিম মুরগির ডিম
- “দেখা হবে ঈদের দিন”
- ঈদ মোবারক
- সারাদিন ছিলাম বিজি
- এখন আমি ইজি
- এড্রেস দাও তাড়াতাড়ি
- কালকে যাবো তোমার বাড়ি
চলুন জেনে নেই রমজান মাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইবাদত ও মনোযোগ গুলোঃ তারাবী, হইতিকাফ, লাইলাতুল-কদর, জুমু’আহ-তুল-বিদা, ঈদুল ফিতর, লাইলাতুল জাইজা ।










If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.