শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা
সবাইকে জানাই অগ্রিম গণেশ চতুর্থীর শুভেচ্ছা ও অভিনন্দন । আপনি কি গনেশ পূজা উপলক্ষে শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা ছবি | গণেশ ঠাকুরের ছবি, ফটো ও পিকচার কালেকশ গুলো ডাউনলোড করতে চাচ্ছেন? তাহলে আপনি আমাদের এই পোস্টে দেখতে পাবেন গণেশ মূর্তি আপডেট সব ছবি ও পিকচার কালেকশন গুলো । আপনি কি চাচ্ছেন এই শুভ গনেশ চতুর্থীর উপলক্ষে আপনার বন্ধু-বান্ধবী ও পরিবারে সদস্যদের কে শুভেচ্ছা স্ট্যাটাস, এমএমএম ও শুভেচ্ছা বার্তা প্রেরণ করতে? গণেশের বাৎসরিক পূজা-উৎসবে উপলক্ষে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো তাদের বন্ধু-বান্ধবদের কে গণেশ ঠাকুরের ছবি, ফটো ও পিকচার দিয়ে শুভেচ্ছা প্রদান করে থাকবেন তাই না । এর জন্য প্রয়োজন হবে গনেশ চতুর্থীর ঠাকুরের ছবি দিয়ে শুভেচ্ছা কার্ড ও এসএমএস কালেকশন গুলো । তাই আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম এই শুভেচ্ছা কালেকশন গুলো । যাতে করে আপনার এই উৎসবের দিনটি কাটে আবো আন্দদের সাথে ।
গণেশ চতুর্থীর শুভেচ্ছা বার্তা
🎄শুভ গণেশ চতুর্থীর ২০২২
💎গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা
❤গণপতি বাপ্পা মোরিয়া
💦জয় গণেশ জয় গণেশ/ জয় গণেশ বাবা…
প্রেম ভক্তি ছাড়া তোমায় দিতে পারি কি ই বা ৷
☘এই উৎসব আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ, সমৃদ্ধি। শুভ গণেশ চতুর্থী!
গণপতি বাপ্পা মোরিয়া! এই গণেশ চতুর্থীতে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা।
ভগবান গণেশ আপনার জীবন ভালোবাসা ও আশীর্বাদে প্রদান করুক। শুভ গণেশ চতুর্থী!
🌹🌹গণেশ ঠাকুরের আশীর্বাদে, তোমার জীবন সাফল্য আর
আনন্দে ভরে উঠুক। (শুভ গণেশ চতুর্থী)
গণেশ চতুর্থীর শুভেচ্ছা ছবি
আরো পড়ুনঃ দূর্গা পূজার শুভেচ্ছা বার্তা ! দূর্গা পূজার এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস
আরো পড়ুনঃ মহা শিব রাত্রির শুভেচ্ছা ছবি ও পিকচার । Shivratri 2022 Images, Wishes
গণেশ চতুর্থী কি?
আপনি জানেন কি গণেশ চতুর্থী কি ? বা এটি কেনো উদযাপন করা হয় । গনেশ শব্দের অর্থ হলোঃ শিব ও দুর্গার প্রথম পুত্র, সিদ্ধিদাতা, গজান । এবং গনেশ ঠাকুর হলো সর্বাধিক পরিচিত ও সর্বাধিক পূজিত দেবতাদের অন্যতম।
গনেশ পূজা কিভাবে করতে হয়?
আপনি জানেন কি? সকল হিন্দু সম্প্রদায়েই মধ্যে গণেশের পূজা প্রচলিত রয়েছে। আরতির থালায় ধূপ জ্বালিয়ে গনেশ পূজার সূচনা করা হয়ে থাকে । এর পর যে কাজটি করা হয় তাহলোঃ চন্দন কাঠের সামনে সাজিয়ে রাখা হয় পান ও সুপুরি। তবে প্রধান কজটি হলো যারা গনেশ পূজার আগে বাড়িতে ঠাকুর আনবেন তারা নির্দিষ্ট দিনের আগের পর্যন্ত নতুন কাপড়ে বিগ্রহের মুখ ঢেকে রাখুন। এবং পুজোর দিনে মূর্তি স্থাপনের আগে খুলবেন মুখ।
গনেশ নামের অর্থ কি?
গণ’ বলতে বোঝায় একটি বিষয়শ্রেণি, শ্রেণি, গোষ্টী, সংঘ বা জনসমষ্টি। সহজ ভাবে বলতে গেলে গণেশ নামের অর্থ হলোঃ গণেশ’ নামের অর্থ –গোষ্ঠীর ঈশ্বর’ বা পঞ্চভূত ইত্যাদি ‘সৃষ্ট বিষয়সমূহের ঈশ্বর ।
গণেশ মূর্তি
আপনি কি গনেশ ঠাকুরের মূর্তি ছবি ও পিকচার গুলো আপনার মোবাইল ফোনে ডাউনলোড করতে চাচ্ছোন? আমার এই এস্থানে আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর সুন্দর নতুন বেশ কিছু গণেশের ছবি কালেকশন । আশাঁ করা যায় উক্ত ছবি গুলো আপনার দৈনন্দিন কাজে লাগবে । আপনি চাইলে আপনার মোবাইল ফোন গণেশ ঠাকুরের ছবি ও পিকচার গুলো সংরক্ষণ করে রাখতে পারেন ।
গণেশ পূজার ফুল
আপনি জানেন কি অনেকে বিয়ের কার্ডেও গণেশের উপস্থিতিকে শুভ বলেই বিশ্বাস করে থাকেন । আমাদের সমাজে অনেকে জানেন না গণেশ পূজার নিয়ম কানুন গুলো । এবং কোন ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট হয়ে থাকেন । গনেশ পূজায় জবা ফুল এবং দূর্বা ব্যবহার করা হয়ে থাকে ।
কোন ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট
মা দুর্গাঃ মা দুর্গার সব চাইতে প্রিয় ফুল হলো ফুল শিউলি। তবে পদ্ম ফুল দুর্গা পুজোয় ব্যবহার করা আবশ্যক।
ভগবান শিবঃ দেবাদিদেব মহাদেব শিবের পুজো আকন্দ, নীলকণ্ঠ এবং ধুতরো ফুল দিয়ে পূজা করতে হয়।
মা কালীঃ মা কালীর প্রিয় রং হলো লাল । তবে রাঙা জবা বা রক্তমুখী জবা দিয়ে মায়ের পুজো করতে বেশি দেখা যায়।
গণেশ ঠাকুরঃ গণেশ ঠাকুরের প্রিয় রং ও হলো লাল । তবে যে কোনও লাল ফুল দিয়ে ও পূজা করা যেতে পারে।
মা লক্ষীঃ মা লক্ষ্মীর সব থেকে পছন্দের প্রিয় ফুল হলো পদ্ম।
ভগবান শ্রীবিষ্ণুঃ সাদা রং হলো ভগবানশ্রীবিষ্ণু প্রিয় । তবে তাঁর সব থেকে প্রিয় হলো তুলসী পাতা।
মা সরস্বতীঃ পছন্দের রং হলো হলুদ ।
Ganesh Chaturthi 2022 Wishes, Images, Quotes

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.