Girlfriend Futur Banaiche Bangla New Song lyrics
আবারো আমাদের মাঝে (ব্যান্ড ঘুড়ি) ভোকালিস্ট তরুণ শিল্পী Shurov Islam শুভ ইসলাম নিয়ে আসলো আমাদের মাঝে আরো একটি জনপ্রিয় বাংলা গান Girlfriend Futur Banaiche | গার্লফ্রেন্ড ফুতুর বানাইছে । গানটি প্রথমে ইউটিউবে আপলোড করা হয় সংগিত শিল্পী আকাশ ইসলাম অফিসিয়াল চ্যানেলে । এই জনপ্রিয় গানের লিরিক্স তৈরি করেছেন Rahul Acherjee এবং Tune & Music হিসাবে কাজ করেছেন Akash Islam । গানটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে । অক্টোবর মাসের ১ তারিখে গানটি আবারো নতুন ভাবে তৈরি করে বাংলাদেশের নামকরা মিউজিক কোম্পানী ঈগল মিউজিক । গানটিতে মডেল হিসাবে অভিনয় করেন Afjal Sujon, Subha ।
গার্লফ্রেন্ড ফুতুর বানাইছে লিরিক্স
(Amar Girlfriend Amay Futur Banaiche
Rokto Khawa Joker Moto Amay Khaiteche)
আমি তোবা করলাম এই জীবনে পিরিত করমু না
টাকা ছাড়া এই জগতে পিরিত জমে না
পিরিত জমে না
আমার গার্লফ্রেন্ড আমায় ফুতুর বানাইছে
রক্ত খাওয়া জোঁকের মত আমায় খাইতাছে
আমার গার্লফ্রেন্ড আমায় ফুতুর বানাইছে রক্ত খাওয়া জোঁকের মত আমায় খাইতাছে
লেকে পার্কে প্রেম জমে না রেস্টুরেন্টে যায়
বাংলা খাবার খায় না সে চাইনিজ খাবার খায়
চাইনিজ খাবার খায়
আমার কলিজার ভিতর লাল বাতি জ্বালাইয়া দিছে
রক্ত খাওয়া জোঁকের মত আমায় খাইতাছে
আমার গার্লফ্রেন্ড আমায় ফুতুর বানাইছে
রক্ত খাওয়া জোঁকের মত আমায় খাইতাছে
আমার গার্লফ্রেন্ড আমায় ফুতুর বানাইছে
রক্ত খাওয়া জোঁকের মত আমায় খাইতাছে
রিক্সাতে ঘুরে না সে রোদ লাগে গায়ে
পার্লারে যায় শপিং করে আমারে টাকায়
আমার টাকায়
আমার কলিজার ভিতরে লাল বাতি জ্বালাইয়া দিছে
রক্ত খাওয়া জোঁকের মত আমায় খাইতাছে
আমার গার্লফ্রেন্ড আমায় ফুতুর বানাইছে
রক্ত খাওয়া জোঁকের মত আমায় খাইতাছে
আমার গার্লফ্রেন্ড আমায় ফুতুর বানাইছে
রক্ত খাওয়া জোঁকের মত আমায় খাইতাছে
আমার গার্লফ্রেন্ড আমায় ফুতুর বানাইছে
রক্ত খাওয়া জোঁকের মত আমায় খাইতাছে
আমার গার্লফ্রেন্ড আমার ফুতুর বানাইছে
রক্ত খাওয়া জোঁকের মত আমায় খাইতাছে ।

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.