শুভ জন্মদিন মেসেজ
যদিও একটা সময়ে জন্মদিন পালন করার তেমন কোন প্রথা বা রীতি ছিলো না বাংলাদেশে । কিন্তু বর্তমান সময়ে আপনি দেখবেন জন্মদিন আসছে আয়োজন করা হয় বড় বড় হ্যাপি বার্থডে পার্টি ও আরো অনেক আয়োজন। জন্মদিন বলতে সাধারণত বুঝায় মানুষের জন্মগ্রহণের দিনটি কে। জন্মদিন যদিও শিশুদেরকে কেন্দ্র করেই বেশি আয়োজন করা হয় তবে বর্তমানে বড়দের মাঝেও জন্মদিন উদযাপিত হতে বেশি দেখা যায়। বাংলাদেশ ছাড়াও অন্য অন্য বহি:বিশ্বের দেশ গুলো আপনি দেখতে পাবেন যুবক-যুবতীসহ বৃদ্ধ-বৃদ্ধাদেরকেও জন্মদিন পালন করতে । আজকে এই পোস্টে আপনাদের জন্য থাকছে শুভ জন্মদিন মেসেজ, শুভ জন্মদিন শুভেচ্ছা ও জন্মদিনের স্ট্যাটাস ।
শুভ জন্মদিন শুভেচ্ছা
জন্মদিনের শুভেচ্চা বার্তা নিয়ে আপনি ভাবছেন। তাহলে এই পোস্টটি শুধু মাত্র আপনার জন্য কেনো না আমরা এই পোস্টে আলোচনা করবো শুভ জন্মদিন এর শুভেচ্চা নিয়ে । আপনারা যাতে করে সহজে বন্ধুবান্ধব কে শুভ জন্মদিন শুভেচ্ছা বার্তা দিতে পাবেন এর জন্য আমাদের আরো থাকছে বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, বড় ভাইকে শুভ জন্মদিন এর স্ট্যাটাস ও জন্মদিনের শুভেচ্ছা ছবি ও পিকচার গুলো।
অতীতের সব দুঃখ ভুলে যাও তুমি…
মন দাও বর্তমানের কাজের দিকে..
অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবনে…
শুভ জন্মদিন প্রিয়….
মহান সৃষ্টিকর্তা কাছে কৃতজ্ঞতা যে!
কারণ আজকের দিনে তুমি জন্মেছিলে,
যার কারণে তোমার মতো ভালো বন্ধু,
আমি আমার জীবনে পেয়েছি।
আজকের এই দিনটায় সবকিছু
হোক আবার নতুন করে,
সুখের সৃতিটুকু থাক মনে,
দুঃখ গুলো যাক মুছে।
শুভ জন্মদিন !
আজ তোমার শুভ জন্মদিন,
জীবন হোক তোমার রঙিন।
সুখ যেন না হয় বিলীন,
দুঃখ যেন না আসে আর কোন দিন।
শুভ জন্মদিন !
বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
বন্ধুদের জন্মদিন মানে অনন্য রকম আনন্দ বন্ধুর জন্মদিনের নিয়ে আয়োজন করা হয় অনেক আয়োজন যেমন হলো কেক কাটা কেক দিয়ে মুখে মাখা-মাখি করা পচাঁ ডিম আর ময়দা দিয়ে ছোড়াছুড়ি করা। এছাড়া বন্দুর সাথে ছবি দিয়ে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দেওয়া। বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস প্রদান করার আগে আপনাকে তার সাথে বেশ কিছু ভালো ছবি তুলে রাখতে হবে । আপনি যাতে করে অনন্যদের মতো ছবি সহ সুন্দর সুন্দর বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দিতে পারেন এর জন্য আমাদের এই আয়োজন ।
আজকের দিনে তোমাকে বিশেষ শুভেচ্ছা।
আশা করি আগামী বছর যেনো তোমার জন্য দুর্দান্ত একটি বছর হয়।
শুভ জন্মদিন।
তুই জানিস কি
আজ তুই সবার থেকে উজ্জ্বল,
সবার থেকে সেরা।
কারণ আজ তোর জন্মদিন।
শুভ জন্মদিন।
কিরে আগের জন্মদিনের পার্টি তো দিলিনা।
কিন্তু এইবার অন্তত দে ভাই।
এতো কিপটামো করিস না।
না হলে কিন্তু তোর এবার খবর আছে।
শুভ জন্মদিন কিপটা বন্ধু ।
নিজেকে অনেক সৌভাগ্য বান মনে হয়
কারণ তোমার মতো বন্ধু হতে পেরেছি তাই।
তুমি যেমন আমার কাছে বিশেষ!
ঠিক তেমনি তোমার জন্মদিনও আমার কাছে বিশেষ।
শুভ জন্মদিন প্রিয় বন্ধু।
শুভ জন্মদিন ভাই স্ট্যাটাস
বড় ভাইদের জন্মদিন মানে হলো বিশাল বড় ট্রিট এর আয়োজন । এলাকার বড় ভাইদের জন্মদিনে ছোট ভাইদের জন্য সুস্বাদু খাবারের সমাহার । আপনি কি বড় ভাইদের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস কালেকশন গুলো গুগল ও ইন্টারনেটে খোঁজ করছেন? তাহলে বন্ধুরা এই পেজে আপনি দেখতে পাবেন নতুন নতুন আপডেট সব শুভ জন্মদিন ভাই জান স্ট্যাটাস কালেকশন গুলো ।
অনেক অনেক শুভকামনা রইল ভাই জান
তোমার জন্মদিনে তোমার সুন্দর ও উজ্জ্বল।
ভবিষ্যৎ কামনা করছি,
শুভ জন্মদিন
ভাইয়া তোমার আজ একটি বিশেষ দিনে,
শুভকামনা রইল
শুভ জন্মদিন
শুভ জন্মদিন ভাইয়া,
তোমার জীবনটা সুন্দর ও সাফল্যমন্ডিত হয়ে উঠুক।
শুভ জন্মদিন ভাই
মাকে নিয়ে জন্মদিনের স্ট্যাটাস
শুভ জন্মদিন মা
অনেক ভালোবাসি তোমাকে।
মা তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা (শুভ জন্মদিন)।
যদিও দিন দিন তোমার শরীরের বয়স বাড়ছে,
তবুও মনের দিক থেকে এখনও তুমি নবীনা।
শুভ জন্মদিন এসএমএস
সবাইতো ফুল দিয়ে উইশ করবে,
আমি না হয় হৃদয় দিয়ে করবো,
কেউ মুখে বলবে আবার কেউ,
গিফট দিবে,
আমি না হয় এসএমএস দিয়ে বললাম
Happy Birthday
অতীতের সব দুঃখগুলো যাও যেন ভুলে,
অনেক অনেক খুশির জোয়ার আসুক।
তোমার জীবন জুড়ে,
শুভ জন্মদিন।
আরো একটি বছর করলে তুমি পার।
সুখে থাকো সুস্থ থাকো।
এই কামনাই করি বার বার।
শুভ জন্মদিন।
জন্মদিনের শুভেচ্ছা ছবি

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.