আজ বিশ্ব বাবা দিবস পৃথিবীর সকল বাবা কে জানাই বাবা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন । আজ ১৮ শে জুন ২০২৩ ইং বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশে বাবা দিবস উপলক্ষে নানা আয়োজনের ব্যবস্তা করা হয়েছে । বাবা দিবস পালনের প্রধান তাৎপর্য হলো পিতা এবং পিতৃত্বের প্রতি সম্মান প্রদান করা । আমারা জানা মতে বর্তমানে বিশ্বের প্রায় ১৫০ টির বেশি দেশে বাবা দিবস পালনকরা হয় । তাই বলে শুধু মাত্র বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশ করলে হবে না । মা ও বাবার জন্য প্রতিটা সন্তানের কাছে সব সময় থাকে গভীর ভালোবাসা । আগের কার কথা অনুসারে বলা হতো যে বাবা হলো বট গাছ আর মা হলো গাছের ছায়া । বাবা সব সময় সন্তানের পাশে গাছের মতো দাড়িয়ে থাকে এবং মা গাছের ছায়া এর মত সন্তানদের কে আগলিয়ে রাখে । আজকের এই ব্লগ পোস্টে সেই সকল বাবাদের জন্য থাকছে বাবা দিবসের শুভেচ্ছা বার্তা এবং স্ট্যাটাস এবং বাবা দিবসের ছবি কালেকশন গুলো । যাতে করে আপনারা খুব সহজে বাবা দিবসের দিনে বাবাকে শুভেচ্ছা বার্তা গুলো প্রেরণ করতে পারেন ।
বাবা দিবস কবে 2023?
আপনারা যারা বাবা দিবস কবে পালিত হয় এর দিন তারিখ কিছু জানেন না তারা খুব সহজে এখান থেকে জানতে পারবেন যে ২০২৩ সালে বাবা দিবস কত তারিখে পালন করা হবে । আপনি যদি আপনার বাবা কে খুব ভালোবাসেন তাহলে আপনাকে জানতে হবে বিশ্ব বাবা দিবস কখন পালিত হয় । বাবা দিবস প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার পালন করা হয় এই বছর ১৮ শে জুন ২০২৩ ইং বিশ্বব্যাপী বাবা দিবস উদ্যাপিত হবে ।
বাবা দিবস নিয়ে স্ট্যাটাস
আপনি কি? আজকের বাবা দিবসের দিনে বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বিশ্ব বাবা দিবস নিয়ে স্ট্যাটাস ও শুভেচ্ছো বার্তা গুলো শেয়ার করতে চাচ্ছেন । তাহলে আপনার জন্য আজকে বাবা দিবসে থাকছে বাবা দিবসে বাবাকে নিয়ে লেখা ও বাবাকে নিয়ে উক্তি এবং বাবা দিবসের স্ট্যাটাস কালেকশন গুলো । আপনি এখান থেকে আপনার পছন্দ ও প্রয়োজন অনুসানে চেছে নিতে পারবেন বিশ্ব বাবা দিবস এর মেসেজ ও ছবি গুলো । তাহলে আর দেরি না করে এখনি ডাউনলোড করুন আপনার ব্যবহৃতি মোবাইল ফোনটির দিয়ে আর উপভোগ করুন বাবা দিবস কে ।
বাবাকে নিয়ে উক্তি
বাবা কে নিয়ে আর নতুন করে বলার কিছু নেই । বাবা কে নিয়ে অনেক বড় বড় কবি, লেখক ও মনীষীরা এর আগে অনেক উক্তি বলে গেছেন । বাবার অভাব পৃথিবীর অন্য কোন ধন সম্পদ দিয়ে পূরণ করা যাবে না । বাবা হলেন এমন এক জন ব্যাক্তি যে কিনা নিজের সন্তানের কথা চিন্তা করে শত দুঃখে থাকার পরেও সন্তানের চাহিদা পূরণ করে থাকে । তাই ত একটি উক্তিতে রয়েছে যে বাবাকে কখনো কাদঁতে দেখিনি কিন্তু ঘামতে দেখেছি । আজকে বাবা দিবসে আমাদের ব্লগ এর পক্ষ থেকে পৃথিবীর সকল বাবা কে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা । কথায় আছে না বাবা হলো হাজারটা সমস্যার একটি মাত্র সমাধন । আপনি এই পোস্টের অংশে দেখতে পাবেন বাবাকে নিয়ে বেশ কিছু মনীষীদের উক্তি ।
১। বাবা মানে….
সূর্যের মতো । গরম হলেও তিনি না থাকলে
চারিপাশে অন্ধকার হয়ে যায় ।🧡
২ । বাবা আর নেই
৩। বাবা-মা হলেন..
সন্তানের সবচেয়ে বড় বন্ধু যারা
সুখের দিনেও পাসে থাকেন,
আবার দুঃখের দিনেও !
৪। বাবা হলেন
সেই ব্যক্তি যার হাত
ধরে সকল অচেনা পথ ও
পাড়ি দেয়া যায় নির্ভয়ে !
৫। জীবনে কিছু
পারি আর না পারি
আমার মা-বাবা কে যেন
সারাজীবন সুখী রাখতে পারি !
৬ । জানো বাবা,
আজ তোমার উপর আমার
অনেক আভিমান !
৭ । যতদিন না নিজেকে
প্রতিষ্ঠিত করতে পারবে
ততদিন মা বাবা ছাড়া কেউই
তোমার পাশে থাকবে না
যে যতই বলুক পাশে আছি
সব সময়…..!
৮ । বাবার পরিশ্রমী শরীর টা দেখলে
স্বপ্নগুলো অনেক লজ্জা পায় ।
৯ । যে কোন পুরুষই বাবা হতে পারে কিন্তু
প্রকৃত বাবা হতে কিছুটা বিশেষত্ব
দরকার । …(অ্যানি গেডেস)
১০ । আল্লাহর দেওয়া
শেষ্ঠ উপহার আমার বাবা-মা ।
১১ । Sorry বাবা প্রথম হাত ধরে হাটতে শিখিয়েছো,
কিন্তু আজও ধন্যবাদ বলতে পারি নি ।
১২ । যার কাছে বাবা আছে,
তার কাছে অর্ধেক পৃথিবী আছে !
১৩ । যার বাবা নেই
তার দুনিয়া অর্ধেক নেই,
যার মা নেই
তার পুরো পৃথিবী নেই ।
১৪ । বাবা মানে বটবৃক্ষ
প্রখর রোদে
শীতল ছায়া ।
বাবা মানে
সব আবদার এর
এক অফুরত্ন ভান্ডার ।
১৫ । বাবা মানে….
নিজে ছেড়া জুতো পড়লেও
সন্তানের জন্য দামী জুতো
কিনে আনা !!!
১৬ । তাকে কখনো কাঁদতে দেখি নিই,
কিন্তু ঘামতে দেখেছি বাবা ।
১৭ । বাবা মাত্র দুটি শব্দ,
এর বিশালতা অনেক বড় ।
১৮ । সব সময় ভালো থাকুক
বাবা নামের এই প্রিয় মানুষটি ।।
১৯ । বাবা মানে আশ্রয়,
বাবা মানে একটি বৃক্ষ ।।
২০ । বাবা মানেই একটা ভরসার হাত !!!
বাবা দিবসের ছবি কালেকশন












If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.