বিশ্ব বাবা দিবস কবে
পৃথিবীর সকল বাবা কে জানাই বাবা দিবসের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দ । চলুন প্রথমে জেনে নেই বাবা দিবসের অথবা পিতৃ দিবসের প্রচলন কিভাবে শুরু হয়েছে । বাবা দিবস এর প্রচলন পাওয়া যায় মধ্যযুগ থেকে ইউরোপ মহাদেশের ক্যাথলিক দেশ গুলোতে । বর্তমানে পৃথিবীর সকল দেশে প্রতি বছরে জুন মাসের তৃতীয় রবিবার বাবা দিবসটি পালন করা হয় । এক শুমারি জরিপ থেকে তর্থ্য পাওয়া যায় যে পৃথিবীর মোট ১১১ টির ও বেশি দেশ এক সাথে বাবা দিবস পালন করা হয়ে থাকে । পৃথিবীর সকল বাবাদের পিতা এবং পিতৃত্বের প্রতি সম্মান দেওয়ার জন্য এই দিবসটি পালন করা হয় । বাবা দিবসের সম্পর্কিত অন্য যে দিবস গুলো উদযাপন করা হয় তাহলো মা দিবস অথবা মাতৃ দিবস ও শিশু দিবস । বাবা দিবস পালনের প্রধান উদ্দেশ্য হলো মা এর পাশাপাশি বাবা ও যে ছেলে মেয়েদের প্রতি দায়িত্বশীল এটা বোঝানোর জন্যই । প্রতিটা বাবার কাছে তার সন্তানের জন্য বাবার ভালোবাসা অসীম । আজকে এই পোস্টে আমরা শেয়ার করবো বিশ্ব বাবা দিবস কবে, ২০২২ সালে বাবা দিবস কত তারিখে । এছাড়া আপনাদের জন্য আরো থাকছে বাবা দিবসের শুভেচ্ছা বার্তা, বাবা দিবসের ছবি ও পিকচার কালেকশন ।
বাবা দিবস কত তারিখ ২০২২
আপনি কি জানতে ইচ্ছুক বিশ্ব বাবা দিবস কত তারিখে ২০২২ সালে । তাহলে আপনি এই পোস্টে জানতে পারবেন বাবা দিবস কবে 2022 সালে বাংলাদেশ । আপনি কি বাবা দিবসের শুভেচ্ছা ছবি ও পিকচার গুলো খোঁজ করছেন বাবা দিবস এর দিনে বাবাকে শুভেচ্ছা মেসেজ দেওয়ার জন্য । তাহলে আপনি জেনে রাখুন প্রতি বছরে ১৯ জুন পালন করা হয় বাবা দিবস ।
বাবা দিবস নিয়ে লেখা
আপনি কি আপনার বাবা কে নিয়ে কিছু লিখতে চাইছেন তাহলে আপনি আমাদের এই ব্লগ পোস্টে পাচ্ছেন বাবা দিবস নিয়ে লেখা । যা কিনা আপনি আপনার বাবাকে বার্তা হিসাবে সেন্ড করতে পারবেন । এছাড়া অনেকে আবার বাবা দিবস নিয়ে স্ট্যাটাস ও বাবা দিবসের স্ট্যাটাস কালেকশন গুলো খোঁজ করে থাকেন ।
বাবা দিবস নিয়ে স্ট্যাটাস
বাবা দিবস আসলে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে দেখা যায় অনেকে বাবা কে নিয়ে স্ট্যাটাস লিখে থাকেন । তাই আমরা নিচে এ বছরে বাবা দিবস উপলক্ষে বাবা কে নিয়ে বেশ কিছু ফেসবুক স্ট্যাটাস কালেকশন নিয়ে হাজির হয়েছি । আশাঁ করছি উক্ত স্ট্যাটাস কালেকশন গুলো আপনাদের ভালো লাগবে । এছাড়া ও আপনি আমাদের এই পেজে আরো দেখতে পারেন । বিশ্ব বাবা দিবসের ছবি ও লেখা পিকচার কালেকশন ।
০১ । বাবা মানে সারাদিন কঠোর পরিশ্রমের পরেও, হাসি মুখে বাড়ী ফেরা…..
০২ । বাবা তোমাকে খুব ভালোবাসি, সেই রকম ভাবে হয়নি বলা, তোমার হাত ধরে হয়নি পথ চলা ।
০৩ । আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাএ হতে পারি, দেখতে অনেক কুৎসিত হতে পারি, কিন্তু আমার বাবার চোখের মনি ।
০৪ । বাবা মাএ দুটি শব্দ, এর বিশালতা অনেক বড় ।
০৫ । বাবা মানে যার হাত ধরে পৃথিবীর বুকে প্রথম পথচলা শুরু ।
০৬ । বাবা মানে পাঁজর ভাঙা কষ্ট করেও হাসিমুখে বাড়ি ফেরা ।
০৭ । ঘামতে দেখেছি, কিন্তু কাঁদতে দেখেনি (উনি হলেন বাবা)
০৮ । ধন্যবাদ বাবা সবসময় আমার শক্তির পিলার হিসাবে দাঁড়িয়ে থাকার জন্য এবং আমার জ্ঞানের ভান্ডার হয়ার জন্য ।
০৯ । পকেট খালি তবুও, বাবাকে নাই বলতে শুনিনি । আমি বাবার চাইতে, ধনী কাউকে দেখিনি ।
১০ । বাবা মানে, হাজারটা সমস্যার সমাধান এক নিমেষে ।
বাবা দিবসের শুভেচ্ছা
বর্তমান সময়ে যে কোন দিবসে অথবা কোন আনন্দের খবর পেলে আমর একে অপরের সাথে শুভেচ্ছা বার্তা আদান প্রদান করে থাকি তাই না । ঠিক তেমনি আমাদের মাঝে চলে এসেছে বিশ্ব বাবা দিবস তাই আপনি কি বাবা দিবসের শুভেচ্ছা বার্তা গুলো খোঁজ করছেন তাহলে আপনি আমাদের এই ব্লগ পোস্টে পাচ্ছেন বাবা দিবসের শুভেচ্ছা মেসেজ গুলো । আশাঁ করছি শুভেচ্ছা বার্তা গুলো আপনাদের ভালো লাগবে ।
০১ । মা থাকে নিশ্বাসে আর বাবা থাকে বিশ্বাসে…(হ্যাপি ফাদার্স ডে)
০২ । বিশ্বের সকল বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা
০৩ । বাবা, যেখানেই থাকি না কেনো, তুমিই আমার শেষ ভরসা
০৪ । সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা
০৫ । তুমিই আমাকে চিনতে শিখিয়েছ পৃথিবী, তোমায় দেখেই বড় হয়েছি, সারা জীবন তোমার মতোই হতে চয়েছি, তুমিই আমার সবচেয়ে বড় আইডল (হ্যাপি ফাদার্স ডে)
০৬ । বাবা মানে শত শাসন সত্বেও এক নিবিড় ভালবাসা….(হ্যাপি ফাদার্স ডে)
০৭ । বাবা ছাড়া জীবন অচল, নিঃসঙ্গ যাএায় প্রতিটি মুহুর্ত নির্জন । জীবনে বাবার প্রয়োজনীয়তা অসীম, বাবার আর্শীর্বাদেই কঠিন পরিস্তিতি হয় সহজ । পিতৃ দিবসের শুভেচ্ছা
০৮ । পৃথিবীর সব কিছুই বদলাতে পারে, কিন্তু বাবার ভালোবাসা কখনই বদলায় না । শুভ বাবা দিবস
০৯ । বাবা যতো গরিব হোকনা কেন! তার সন্তানকে তার সাধ্যমত পৃথিবীর অন্য সবার চেয়ে ভালো ভাবে বড় করার চেষ্টা করে ।
১০ । বাবা দিবসে সকল বাবাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ।
বাবা দিবসের ছবি
আপনি কি বাবা দিবসের ছবি ও পিকচার গুলো ডাউনলোড করার জন্য আমাদের এই ব্লগ পোস্টে প্রবেশ করেছেন? তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন বিশ্ব বাবা দিবসের ছবি ও পিকচার কালেকশন গুলো। এখান থেকে আপনি আপনার মোবাইল ফোনটির সাহায্যে বাবা দিবসের পিক গুলো সহজে ডাউনলোড করে নিতে পারবেন । আপনি কি কি কাজে এই ছবি গুলো ব্যবহার করতে পারবেন তাহলো ফেসবুকে পোস্ট বা স্ট্যাটাস দিতে, ফেসবুকে শুভেচ্ছা স্ট্যাটাস দিতে ইত্যাদি কাজে ।











If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.