হ্যাপি নিউ ইয়ার ২০২২ । সবাইকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। আপনি কি প্রস্তুত বিদায় জানাতে ২০২১ সালকে । আপনি কি নতুন বছর ২০২২ সালকে স্বাগত জানার জন্য শুভেচ্ছা পোস্ট খোজঁ করছেন? তাহলে আপনি এখনো সঠিক স্থানে আছেন । কারন আজকে থাকছে নতুন বছরের শুভেচ্ছা ২০২২ এসএমএস ও নতুন বছরের শুভেচ্ছা বাণী | Happy New Year 2022 SMS ।
হ্যাপি নিউ ইয়ার ২০২২ এস এম এস
নীলআকাশের খামে ভরে, সাদা মেঘের কাগজে করে, রংধনুর রঙে লিখে, দখিনা বাতাস কে দিয়ে আমারমনের কথা পাঠালাম । হ্যাপি নিউ ইয়ার ২০২২
নতুন আলো নতুন ভোর, আসলো বছর কাটলো প্রহর। অতিতের হলো মরণ, নতুন কে করো বরন!! পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, তোমাকে জানাই, হ্যাপি নিউ ইয়ারের প্রীতি। হ্যাপি নিউ ইয়ার ২০২২
লাইফ কে সুন্দর করো । মনে কে ফ্রেশ করো । হৃদয়কে কে নরম করো । টাইম কে ইউস করো । হ্যাপি নিউ ইয়ার ২০২২
স্বপ্ন সাজাও রঙের মেলায় , জীবন সাজাও রঙের ভেলায় । ফিরে চলো মাটির টানে, নতুন সবে নতুন গানে । হ্যাপি নিউ ইয়ার ২০২২
হে নতুন সূয ভুলিয়ে দাও , আছে যত দুঃখ বেদনা । তোমার সোনালি আলোয় । হ্যাপি নিউ ইয়ার ২০২২
আগের সব কষ্ট করে ফেল নষ্ঠ । নতুন দিনে সবার প্রানে কেউ রেখনা দুঃখ মনে । শুভ হোক নতুন দিন । খুশী থাকো সারা দিন । হ্যাপি নিউ ইয়ার ২০২২
হেপি নিউ ইয়ার 2022 – বাংলা এসএমএস
স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন ভাষাও রঙিন ভেলায়। ফিরে চলো মাটির টানে, নতুন সুরে নতুন গানে। নতুন আশা জাগাও প্রানে, খুজে নাও বাঁচার মানে। সবাই কে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার ২০২২
আধোর ভেদ করে র্সূযকিরণ প্রতি জীবন দুয়ারে পেীছে যাক যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে ,এসো রাঙিয়ে তুলি জীবনের নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার ২০২২
আমার সকল প্রিয় বন্ধু ও শুএুকে জনাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা । তোমাদের নতুন বছর হয়ে উঠুক আরো খুখির ভান্ডার হ্যাপী নিউ ইয়ার ২০২২
হেনতুন সূর্য, ভুলিয়ে দাও, আছে যত দূঃখ বেদনা।তোমার সোনালি আলোয়। হে নতুন সকাল, উড়িয়ে নিয়ে যাও, না পাওয়ার বেদনা।তোমার স্নিগ্ধ হাওয়ায়। হে নতুন বছর, তুমি নিয়ে এসো সুখ-আশা-স্বপ্ন আর ভালবাসার অফুরন্তঝুরি লয়ে। নতুনবছরের শুভেচ্ছা ২০২২
নতুন বছরের ছন্দ / কবিতা / বাণী / এসএমএস / স্ট্যাটাস
পাখিরডানায় লিখে দিলাম নববর্ষের নাম। বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান। পুরনো সব কস্ট করেফেল নষ্ট। নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধি ময়।এই কামনায় তোমাই জানাই হ্যাপি নিউ ইয়ার।
নিশি যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে, আসবে একটা নতুন দিন, দূঃখ হতাশা যাও ভুলে, হাসি আনন্দ নিও তুলে, বছরটা হোক অমলিন।
বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো, সপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো।
Happy New Year 2022 SMS
ব্যাটারি লো, নেটওয়ার্ক বিজি, কল ওয়েটিঃ, মিস‘ড কল, নো আন্সার, মেমরি ফুল, ব্যালেন্স জিরো, এই সব কিছুর আগে তোমাকে জানাই
চোখের পানি ফেলোনা, বন্ধু তুমি কেদনা, তোমাকে সবাই ভুলে গেলেও আমি তোমায় ভুলবো না। (২০২১ কে সবাই হাসি খুসিতে বিদায় দাও)।
লাইফ কে সুন্দর করো। মন কে ফ্রেশ করো। হৃদয়কে কে নরম করো। টাইম কে ইউস করো। লাভ কে মিস কর। বন্ধু কে এসএমএস করো। হ্যাপি নিউ ইয়ারকে ওয়েলকাম কর।
নতুন বছরের শুভেচ্ছা ২০২২
ঝরা পাতার মত ঝরে যাচ্ছে“২১“, তো কি হয়েছে? বাকি “20” তো ঠিক আছে, আর “২১” ঝরে গিয়ে নতুন পাতা আসছে “২২” । “২০২১” কে বিদায় দাও “২০২২” কে স্বাগত জানাও।
মাগোতুমি চোখের মণি,আদর্শআমার, আজকেতোমায় জানাই মাগো,
![]() |
Happy new year 2022 gif animated |
আগের সব কস্ট, করে ফেল নস্ট। নতুন দিনে সবার প্রানে, কেউ রেখনা দুঃখ মনে। শুভ হোক নতুন দিন, খুসি থাকো সারা দিন।
মিস্টিহাসি, দুষ্টু চোখ। সবার সপ্ন সত্যি হোক। জানাই সবাই কে আরেক বারহ্যাপি নিউ ইয়ার।
আজ দেখ নতুন সপ্ন, ভুলে যাও সব পুরনো কস্ট। আজ কর নতুন সব কল্পনা, ভুলে যাও সব পুরনো যন্ত্রনা। আজ থেকে শুরু হোক নতুন জীবন, সুখের হোক সবার প্রতিটি ক্ষণ। এই কামনা করি আমি সারাটা ক্ষণ।











If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.