অন্য দেশের মতো ঠিক এক ওই উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে প্রতি বছর পালন করা হয় বিশ্ব ভালোবাসা দিবস । ভ্যালেন্টাইন ডে এর অভিবাদন কার্ড এবং উপহার পাঠানো ও ছেলে মেয়েদের মাঝে এই দিনে বেশি ডেটিং করতে দেখা যায় । এই দিনে সৃষ্টি হয় নতুন নতুন ভালোবাসার সম্পর্কের । বর্তমান সময়ে অনেক দেশে গুরুত্বর সাথে পালন করা হয় এছাড়া আয়োজন হিসাবে থাকেন নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের । ১৪ ই ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস তা আর নতুন করে বলা কিছু নেই । হ্যাপি ভ্যালেন্টাইন ডে কে সামনে রেখে আপনি প্রস্তুত কি? আপনাকে সাহায্য করতে আমরা সর্বদা প্রস্তুত । আজকের এই পোস্টে আপনাদের জন্য রয়েছে হ্যাপি ভ্যালেন্টান ডে এসএমএস, শুভেচ্ছো বার্তা এবং Happy Valentines Day SMS Collection ।
আপনি কি আপনার ভালোবাসার মানুষটির জন্য সেরা কিছু ভালোবাসা দিবসের ছবি ও পিকচার ডাউনলোড করার জন্য খোঁজ খবর করছেন? তাহলে আপনি আমাদের এই পোস্টে দেখতে পাবেন ভেলেন্টাইন ডে এর বাংলা স্ট্যাটাস, ভালোবাসা দিবসের শুভেচ্ছা এসএমএস এবং ১৪ ফেব্রুয়ারি নিয়ে কবিতা ।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা, ছবি ও পিকচার ডাউনলোড
ভালো একবার যখন বেসেছি ছাড়বো না আর হাল,
আমি তোমার পাশেই আছি থাকবো চিরকাল ।

কিছুক্ষন থেকে যাও,
যেও না এখনি.
তোমাকে দু’চোখ ভোরে
দেখার আরো যে বাকি…..

আমার ভালবাসার অন্ত হবে,
তোমায় কাছে পেলে।
তোমার সঙ্গে মিলিয়ে গিয়ে,
সব ব্যাথা যাবো ভুলে।

বসন্ত লেগেছে ফুল ফুটেছে বনে বনে,
তুমি নাই কাছে
তাই শান্তি নাই মনে।

উঠল বেজে মোবাইল
দৌড়ে যাই এগিয়ে
তুমি ডাক দিয়েছ
এই আশা নিয়ে।


If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.