ইসলাম ধর্মমতানুযায়ী শুক্রবারের দিন হলো মুসলিমদের জন্য খুবে গুরুত্বপূর্ণ দিন এবং গরিবদের জন্য শুক্রবারের দিন হলো হজ্জের দিনের সমান । শুক্রবারে মসজিদে মসজিদে খুতবা প্রদান করা হয় এ সময়ে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয় । পৃথিবীর বেশি ভাগ দেশে শুক্রবারে সাপ্তাহিক ছুটির দিন পালন করা হয় । আপনি জানেন কি জুম্মা অর্থ কি? অর্থ একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া কে বুঝায় । আজকে শুক্রবার গুনাহ মাফের দিন তাই আমরা এই পোস্টে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি জুম্মা মোবারক স্ট্যাটাস ও ছবি কালেকশন গুলো নিয়ে । শুক্রবার আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশি দেখা যায় জুম্মা মোবারক এর শুভেচ্ছা এসএমএস, হাদিস, ও ছবি গুলো শেয়ার করতে । আপনি ও কি আপনার ফেসবুকে বন্ধু থাকা সকল ভাই ও বোনদের কাছে jumma mubarak picture এর মাধ্যমে জুম্মা মোবারক মেসেজ জানাতে চান । তাহলে আপনি আমাদের এই পোস্টের মাঝে দেখতে পাবেন Jumma Mubarak Status কালকশন গুলো ।
জুম্মা মোবারক স্ট্যাটাস
বর্তমান সময়টি হলো ডিজিটাল যুগ তাই যে কোন উৎসব অথবা দিনে মানুষ অনলাইনে শুভেচ্ছা প্রদান করতে পছন্দ করে থাকে । আর এক জন মুসলিম হয়ে অন্য মুসলিম ভাই ও বোনদের কে জুম্মা মোবারক এর মেসেজ দিবে না এটা কি আর হয় । তাই আপনি সবার আগে আপনার ফেসবুক প্রোফাইলে জুম্মা মোবারক স্ট্যাটাস দিয়ে সকলে কাছে মেসেজ পাঠিয়ে দিন । হতেও পারে আপনার সেই জুম্মা মোবারক এসএমএস টি ফেসবুকে দেখে কেউ না কেউ জুম্মার নামাজ আদায় করার জন্য প্রস্তুত হবে । আপনি হয়তো জানেন যে নামাজের জন্য কাউকে দাওয়া প্রদান করলে তার সম পরিমানে ছওয়াব পাওয়া যায় । তাই আপনার কাছে যদি আমাদের jumma mubarak status bangla পোস্টটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না ।
১ । বিশ্বাস রাখো রবের প্রতি,
একদিন তোমার চাওয়া গুলো ।
পূর্ণতা পাবে ইনশাআল্লাহ !
(জুম্মা মোবারক)
২ । শুক্রবার মানেই
গরিবের জন্য হজ্জের দিন ।
(জুম্মা মোবারক)
৩ । তুমি ফিরে যাও আল্লাহর রাস্তায় ।
সৌভাগ্য ফিরবে তোমার দিকে ।
(জুম্মা মোবারক)
৪ । শুক্রবার মানেই,
গুনাহ মাফের আরেকটা সুযোগ!
(সবাইকে জুম্মা মোবারক)
৫ । ধৈর্য্য এমন একটি গাছ,
যার সারা গায়ে কাটা,
কিন্তু ফল অত্যন্ত মজাদার – মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)
{জুম্মা মোবারক সবাইকে }
৬ । পৃথিবীর সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ,
যার বেতন হচ্ছে জান্নাত
(জুম্মা মোবারক)
৭ । আজ পবিত্র জুম্মা দিন,
হে আল্লাহ এই পবিত্র জুম্মার দিনে,
আমাদের সবাইকে ক্ষমা করে দাও ।
(আমিন)
৮ । নামায় পড়ো
নিশ্চয়ই আল্লাহ তোমায় সঠিক পথটি দেখাবেন
(জুম্মা মোবারক)
৯ । মোমিন বান্দার হজ্জের তারিখ হচ্ছে
পবিত্র জুম্মার দিন ।
১০ । যখন সব কিছু তোমার,
বিপক্ষে অবস্থান করবে,
তখন নিশ্চিত থাকো যে,
আল্লাহ তোমার পক্ষে আছেন ।
(জুম্মা মোবারক)
জুম্মা মোবারক ছবি ও পিকচার
জুম্মা মোবারক ছবি ও পিক গুলো শুক্রবার আসলে বেশি চাহিদা দেখা যায় অনলাইনে তাই আমরা আপনাদের জন্য আপডেট কিছু jumma mubarak picture নিয়ে হাজির হয়েছি । আমাদের ওয়েব সাইটের jumma mubarak images গুলো আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর প্রোফাইল পিক হিসাবে অথবা স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারবেন । এছাড়া আপনি আপনার প্রিয়জনদের কাছে জুম্মা দিনের শুভেচ্ছা ও দাওয়াত দিতে পারবেন । তাই আর দেরি না করে এখনি ডাউনলোড করুন আপনার পছন্দের ছবি ও স্ট্যাটাস গুলো ।






If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.