মসজিদে নববী নির্মাণ
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) দ্বারা নির্মিতি মসজিদে নবনীর সৌদি আরবের মদিনায় শহরে অবস্থিত । ইসলামে ধর্মে গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পর মসজিদে নববীর অবস্থান । মুহাম্মদ (সাঃ) হিজরত করে মক্কা থেকে মদীনায় আসার পর মসজিদে নববী নির্মিত করা হয় । উক্ত মসজিদ তৈরি করার সময়ে তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন । সেই সময়ের নির্মিত মসজিদটি এক সাথে আদালত ও মাদ্রাসা হিসাবে ব্যবহার করা হয়েছিলো । হজ্জের সময়ে অনেক হাজীগন মসজিদে নববীরতে অবস্থান করে থাকেন । মসজিদে নববীর সাথে হযরত মুহাম্মদ (সঃ) এর রওজা মোবারক এবং আবু বকর ও উমরের সমাধি রয়েছে । আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইসলাম ধর্মের ঐতিহ্যবাহী মসজিদে নববীর ছবি ও পিকচার । Masjid E Nabvi Images । আপনি কি মসজিদে নববীর ছবি গুলো দেখার জন্য প্রস্তুত আছেন তো । এছাড়া আপনি কিন্তু চাইলে উক্ত ছবি গুলো আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে নিতে পারেন সংরক্ষণ করার জন্য ।
মসজিদে নববী কোথায় অবস্থিত ?
এখনো অনেকের মাঝে মসজিদে নববী নবীর মসজিদ নামে বেশি পরিচিত । আপনি কি জানেন মসজিদে নববী সৌদি আরবের কোথায় অবস্থিত ? মসজিদ আল নববী বা মসজিদে নববী মদিনা, হেজাজ শহরে অবস্থিত ।
মসজিদে নববীর জমি ক্রয়ের মূল্য কে পরিশোধ করেন ?
মসজিদের নির্মাণের জন্য রাসূলুল্লাহ (সাঃ) জমি ক্রয় করেন নাজ্জাত গোত্রের সাহল ও সোহাইল নামক দুই ছেলের কাছ থেকে । সেই সময়ে জমির ক্রয় মূল্য ছিলো মাত্র ১০ দীনার যা আবুবকর (রাঃ) ক্রয় মূল্য পরিশোধ করেন ।
মসজিদে নববীর ছবি ও পিকচার । Masjid E Nabvi Images






If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.