পদ্মা হুমুখী সড়ক ও রেল সেতু এর দৈর্ঘ্য কত এবং লম্বা কত কিলোমিটার এটা জানার আগে চলুন আমরা দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু কোনটি এবং সেতু গুলো একনজরে জেনে নেই । এশিয়ার বৃহত্তম সেতুটি হলো ভারতের অসম রাজ্যে লোহিত নদীর উপর নির্মিত । ভূপেন হাজারিকা সেতু দৈর্ঘ্য হলো ৯ কিলোমিটার । আর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সেতু হলো পদ্মা হুমুখী সড়ক ও রেল সেতু ।
পদ্মা সেতুর কাজ কত সালে শুরু করা হয়?
সময়টি হলো ২০১৪ সালের নভেম্বর মাস । যদি ও সেতু নিম্মাণ কাজ শুরু হবার কথা ছিলো ২০১১ সালে এবং কাজ সম্মাপ্ত হওয়ার কথা ছিলো ২০১৩ সালে । ২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতেুর নির্মাণ প্রকল্প পাস করেন ১০ হাজার ১৬১ কোটি টাকা । এর পরে ২০১১ সালে আওয়ামী লীগ সরকার রেলপথ যুক্ত করে প্রকল্প ব্যয় বৃদ্ধি করেন ২০ হাজার ৫০৭ কোটি টাকা । এর পরে অন্যান্য ব্যয় বৃদ্ধির ফলে আরো ৮ হাজার কোটি টাকা বাড়ানো হয় । তাহলে মোট পদ্মা সেতুর বাজেট এসে দাড়ালো ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা ।
পদ্মা সেতু স্প্যান সংখ্যা মোট কতটি?
আপনি জানেন কি পদ্মা সেতু মোট কতটি স্প্যান দিয়ে গঠিত । পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর । এর পরে এক এক করে মাট ৪১ টি স্প্যান পিলারের উপর বসানো হয় ।
পদ্মা সেতুর টোল তালিকা ২০২২
বিভিন্ন যানবাহনের ধরণ অনুসারে পদ্মা সেতুর টোল তালিকা ২০২২ প্রকাশ করা হয়েছে । আপনি কি পদ্মা সেতুর টোল কোন যানবাহনে কত টাকা এটা জানার জন্য খোঁজ করছেন তাহলে আপনি এখানে পদ্মা সেতুর টোল লিস্ট দেখতে পাবেন ।
যানবাহনের ধরণ | ফেরির চার্জ (টাকা) | সেতুর টোল চার্জ (টাকা) |
বাইক | ৭০ | ১০০ |
প্রাইভেট কার, সাধারণ জিপ | ৫০০ | ৭৫০ |
পিকআপ, বিলাসবহুল জিপ | ৮০০ | ১২০০ |
মাইক্রোবাস | ৮৬০ | ১৩০০ |
ছোট বাস | ৯৫০ | ১৪০০ |
মাঝারি বাস | ১৩৫০ | ২০০০ |
বড় বাস | ১৫৮০ | ২৪০০ |
ছোট্র ট্রাক (৫ টন পযর্ন্ত) | ১০৮০ | ১৬০০ |
মাঝারি ট্রাক (৫-৮ টন পযর্ন্ত) | ১৪০০ | ২১০০ |
বড় ট্রাক (৫-১১ টন পযর্ন্ত) | ১৮৫০ | ২৮০০ |
ট্রাক (৩ এক্সেস ) | ৩৯৪০ | ৫৫০০ |
পদ্মা সেতু ছবি ও পিকচার
সবার পক্ষে হয়তো স্বপ্নের পদ্মা সেতু দেখা সৌভাগ্য না ও হতে পারে তাই না । তাই বলে কি পদ্মা সেতু ছবি দেখবো না এটা হতে পারে না । তাই আমরা বাছাইকৃত পদ্মা সেতুর পিকচার ও ছবি গুলো অনলাইন থেকে সংগ্রহ করে এখানে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি । পদ্মা সেতুর ছবি গুলো আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনটির সাহায্যে দেখতে ও ডাউনলোড ও করতে পারবেন ।





If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.