আমরা সকলে জানি যে এখন ভালোবাসার সপ্তাহ চলছে । এক এক করে পালিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসের দিন গুলো । ঠিক তেমনি আজ ১১ ফেব্রুয়ারী ২০২২ ইং আজ কোন দিবস জানেন কি ? আজ হলো হ্যাপি প্রমিস ডে । আমরা সকলে জানি যে প্রমিক প্রেমিকারা একে অপরকে প্রমিস করে যে যাতে করে বাকিটা জীবন এক সাথে থাকতে পারে ঠিক আগের মতো ভালোবাসে । আসলে একটি ভালোবাসার মুল ভিত্তিটা হলো বিশ্বাস । ঠিক তেমনি প্রতি বছরে আজকের এই দিন নতুন করে নিজেদের ভালোবাসাটিকে আরো বেশি মজমুত করতে প্রমিস করা হয় ।
ঠিক যেমন কেউ নতুন কোন অংশীদারি ব্যবসায় করার আগে যেমন চুক্তি করে যে কিভাবে তাদের ব্যবসা ভবিষ্যৎতে পরিচালিত হবে ঠিক তেমনি একটি নতুন ভালোবাসা শুরু করার আগে প্রমিস করা হয় । বিষয়টা আসলে ঠিক একই মত । আজকে যেহেতু প্রমিস ডে আপনার ভালোবাসা যদি কোন প্রকার ভেজাল না থাকে তাহলে আপনি আজকেই প্রমিস করে ফেলুন আপনার ভালোবাসার মানুষটি সাথে যে আপনি সুখে দুঃখে এক সাথে থাকবেন । তাকে কোন দিন কষ্ট দিবেন না ইত্যাদি । তাই আমরা প্রমিস ডে ২০২২ এর উপলক্ষে নিয়ে আসলাম প্রমিস ডে এসএমএস, কবিতা, ছবি ও পিকচার Promise Day Pictures 2022 । আপনি চাইলে আমাদের ব্লগটি থেকে প্রমিস এসএমএস ও পিক গুলো ডাউনলোড করে নিয়ে আপনার ভালোবাসার মানুষটির ইনবক্সে সেন্ড করতে পারেন ।
প্রমিস ডে কবে ২০২২
আমরা অনেকে জানি না যে কোন দিন কোন দিবস তাই না । যেহেতু এটা ফেব্রুয়ারী মাস চলছে আজ হলো ১১ ফেব্রুয়ারী ২০২২ ইং আজ হলো হ্যাপি প্রমিস ডে হিসাবে সারা বিশ্বে উদযাপিত হচ্ছে । এর পরে দিনটি হলো ১২ ফেব্রুয়ারী দিন এই দিনটি বিশ্ব হাগ ডে হিসাবে পালন করা হবে । ১৩ ফেব্রুয়ারী হলো কিস ডে 2022 এবং ১৪ ফেব্রুয়ারী হলো হ্যাপি ভ্যালেন্টাইন ডে । ভালোবাসা দিবসে নিয়ে আমাদের ওয়েব সাইটে আপনি পাবেন বিভিন্ন রকমের লেখা পিকচার কালেকশন ও এসএমএস কালেকশন । এর পরে হলো ২১ ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস । আপনি আমাদের আর একটি পোস্টে পাবেন ২১ ফেব্রুয়ারি এর পিকচার ও কবিতা, এসএমএস কালেকশন ।
প্রমিস ডে পিক ২০২২
হ্যালো বন্ধুরা আপনারা কি প্রমিস ডে উপলক্ষে পিকচার ও ছবি কালেকশন ডাউনলোড করার জন্য ইন্টারনেটে খোঁজ খবর করছেন ? তাহলে আর অন্য কোন ওয়েব সাইটে প্রমিস ডে ছবি কালেকশন এর জন্য যেতে হবে না । কারণ আপনারা এখানে পাবেন বর্তমান সময়ের বেশ কিছু সেরা পিক ও ছবি কালেকশন । আরো থাকলে ভালোবাসার লেখা পিকচার কালেকশন । আপনি চাইলে এখান থেকে ছবি ও পিকচার গুলো ডাউনলোড করে নিয়ে আপনার ভালোবাসার মানুষটির মোবাইল ফোন সরাসরি ইনবক্স করতে পারবেন । এই পিকচার গুলোতে থাকবে প্রমিস ডে এর এসএমএস কথা । এছাড়া আপনি যদি প্রমিস ডে 2022 এর বাংলা এসএমএস পাঠাতে চান তাহলে আপনি এখানে সেটাও পাবেন ।
প্রমিস ডে এসএমএস / মেসেজ
সব সময় কিন্তু ভালোবাসার মানুষটিকে পাশে পাওয়া যায় না । যে মন খুলে একট কথা বলি তাও যদি হয় এমন ভালোবাসা দিবস তাহলে তো আর কোন কথাই নেই । ভালোবাসা দিবসের সময়ে খুবে কম পরিবার থেকে মেয়েদের বাহিরে বাহির হতে দিবে । সেই বলেকি ভালোবাসা কমবে নাকি । যেহেতু চলচ্ছে ভালোবাসার সপ্তাহ আজ হলো প্রমিস ডে আপনার ভালোবাসার মানুষটিতে একটি প্রমিস ডে এসএমএস / মেসেজ সেন্ড করুন । এখানে পাবেন বেশ কিছু নিজের মনের মানুষটিকে প্রমিস করার মতো এসএমএস ও মেসেজ কালেকশন । যা কিনা আপনারা সহজে এখান থেকে কপি করে নিয়ে এসএমএস আকারে পাঠাতে পারবেন ।
💌🧡যতই দুঃখ আসুক বা সমস্যা আসুক কথা দিচ্ছি পাশে পাবে আমাকে সব সময় তোমার পাশে ।
💌🧡আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে ভালবাসব এবং তোমার যত্ন নেব বলে প্রমিস করতেছি ।
💌🧡আমি তোমাকে ভালোবাসার প্রতিজ্ঞা করতে পারি না , তবে ভালো রাখার প্রতিজ্ঞা করতে পারি । হ্যাপি প্রমিস ডে ২০২২
💌🧡সুখে দুঃখে হাসি কান্নায় তোমার পাশে থাকার প্রতিজ্ঞা করলাম । হ্যাপি প্রমিস ডে
💌🧡অহংকার ছাড়া কথা বলা, উদ্দেশ্য ছাড়াই প্রেম করা, আর প্রত্যাশা ছাড়াই যত্ন নেওয়া, আমি তোমাকে প্রমিস করছি যে তুমি সর্বদা আমার থাকবে । শুভ প্রমিস দিবস
💌🧡প্রেম এমন একটি প্রমিস যা চিরকাল স্থায়ী হয় ।
💌🧡এই প্রমিস ডে ২০২২ সালে আমি প্রতিজ্ঞা করছি আমি কখনই তোমাকে আঘাত করব না, এবং আমার শেষ নিঃশ্বাস অবধি তোমাকে ভালোবাসবো।
💌🧡আমাকে কথা দাও যে আমরা এক সাথে থাকবো, আমি প্রদীপ, তুমি হালকা, আমি কোক, তুমি স্প্রিট, আমি বৃষ্টি, তুমি বাদল, আমি সাধারণ, তুমি পাগল !!! শুভ প্রমিস দিবস!
💌🧡আমি প্রতিজ্ঞা করতেছি যে তুমি কখনোই একা অনুভব করবা না। শুভ প্রমিস দিবস ।
💌🧡প্রতিশ্রুতি হলো বিশ্বাসের মতো, যা কিনা রাখতে না পারলে কখনও কারো সাথে প্রতিশ্রুতিবদ্ধ না হওয়াই ভালো । — হ্যাপি প্রমিস ডে ।
💌🧡একটা কথা মনে রাখবা, প্রমিস করে কখনো ভালোবাসা হয় না, কারণ ভালোবাসায় কোন শর্ত থাকে না । — হ্যাপি প্রমিস ডে ।
💌🧡কাউকে এমন কোন বিষয়ে প্রমিস করা উচিত না, যা তুমি প্রতিজ্ঞা রাখতে পারবে না । — হ্যাপি প্রমিস ডে ।
💌🧡কাউকে এমন কোন আশা দেখাবা না, যে আশা তুমি পুরন করে দিতে পারবে না । — হ্যাপি প্রমিস ডে প্রমিস করে কখনো সম্পর্ক টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে একের প্রতি অন্যের সহমর্মিতা থেকে । — হ্যাপি প্রমিস ডে
প্রমিস ডে লেখা পিকচার / প্রমিস ডে sms
যেহেতু বর্তমানে ইন্টারনেট ব্যবহার খুবে সহজ মাধ্যম হয়েছে । তাই এখন সকলে অনলাইনে কথা বলা থেকে শুরু করে নিমেষের মধ্যে এক জন আর একজনের সাথে যোগাযোগ করতে পারছে খুবে কম খরচে তাই আপনি চাইলে আমাদের ব্লগে প্রকাশিত প্রমিস ডে লেখা পিকচার ও প্রমিস ডে sms গুলো ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সামজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন ।

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.