ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির নক্ষত্রপতন সুপারস্টার পুনীত রাজকুমার আর নেই আমাদের মাঝে । ভারতের সময় শুক্রবার সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্ত্তি করা হয় তাকে । সেখানে দ্রুত চিকিৎসা ব্যবস্থা নেওয়া হলেও সেখানে তাকে আর বাঁচানো যায় নি । এদিকে তার মৃত্যুর কারণ হিসাবে শোনা যাচ্ছে যে তিনি নাকি জিমেই লুটিয়ে পড়ে হার্ট অ্যাটাকে মৃত্য বরণ করেণ। মাত্র ৪৬ বছর বয়সে হাজার হাজার ভক্ত ও অনুরাগীদের কাদিয়ে চলে গেলেন ওপারে । এদিকে তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি । বিভিন্ন তর্থ্য থেকে জানা যাচ্ছে যে ২৯-১০-২০২১ ইং রোজ শুক্রবার সকালে জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি । এর পরে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে (আইসিইউ) ভর্তি করা হয় তাকে । এ দিকে প্রিয় অভিনেতা মৃত্যুতে হাসপাতালের ও বাড়িতে ভিড় করছে ভক্ত অনুরাগীরা । এদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে সুপারস্টার পুনীত রাজকুমার বাড়িতে ।
আরো পড়ুনঃ BIR বীর Full Movie Download Shakib Khan l Bubly l Kazi Hayat
পুনীত রাজকুমার সংক্ষিপ্ত জীবনী
আমারা মেন হয় পুনীত রাজকুমার কে চিনেন না এমন মুভি লাভার খুবে কম খুঁজে পাওয়া যাবে । জন্ম: মার্চ ১৭, ১৯৭৫ সালে বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত শহরে । পুনীত মৃত্যু বরণ করেন মৃত্যু- ২৯ অক্টোবর ২০২১ (বয়স ৪৬) বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত । পেশা হিসাবে তিনি অভিনয়কে বেশি প্রাধান্য করেছিলেন সেই সাথে তিনি গায়ক হিসাবে ও অনেক নাম ডাক অর্জন করেছেন । বসন্তা গীতা” ছবির মাধ্যমে তিনি তার অভিনয় জীবনের যাত্রা শুরু করেন । অভিনেতা হিসেবে প্রথম ছবির নাম হলো আপ্পু ২০০২ ।

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.