রাবেয়া নামের অর্থ কি
আজকের এই পোস্টের মাধ্যমে আমরা জানবো বেশ কিছু ইসলামিক নামের অর্থ এবং ইসলামিক নামার রাখার গুরুত্ব । আমাদের মাঝে অনেক মুসলিম ভাই ও বোনরা এখনো জানেন না যে নাম সম্পর্কে ইসলামি ধর্মে বেশ কিছু শর্ত ও নিয়ম নীতি রয়েছে । এছাড়াও সঠিক ইসলামিক জ্ঞান না থাকার কারণে অনেক বাবা ও মা তাদের সোনা মনিদের নাম রাখেন বর্তমান সময়ের সাথে মিলরেখে । আপনি শুধু আরবি একটা নাম রাখলেই হবে না যেই নামের অর্থ কি তার উপর ও গুরুত্ব দিতে হবে । এখানে শুরু আরবি নাম হলেই হবে না অর্থ যথাযথ হওয়া চাই । আজকে আমার বেশ কিছু র দিয়ে ইসলামি মেয়ে বাচ্চার নাম আপনাদের মাঝে শেয়ার করবো । এছাড়াও আমাদের মাঝে অনেকে রাবেয়া নামের অর্থ কি জানতে চেয়েছেন । তাদের জন্য থাকছে Rabeya name meaning in Bengali? Rabeya name meaning in Islamic? Rabeya namer ortho ki? Rabeya নামের অর্থ কি? তাহলে চলুন বেশ কিছু ইসলামিক মেয়েদের নাম দেখে নেই ।
ইসলামিক নামের নীতিমালা
আল্লাহ‘র ৯৯টি এটা আমরা সকলে জানি । মহান আল্লাহর নাম গুলো আমরা ইসলামিক নাম হিসাবে ব্যবহার করতে পারবো কিন্তু এখানে রয়েছে বেশ কিছু শর্ত ও নিয়ম নীতিমালা । মহান আল্লাহ্র নাম হলো রহীম, এখানে কেউ যদি রহীম নামটি রাখতে চাই তাহলে তাকে রহীম নামের সাথে (আব্দুর) যোগ করতে হবে । এ ক্ষেতে শুধু রহীম নামে কাউকে ডাকা যাবে না আব্দুর রহীম বলতে হবে ।
রাবেয়া নামের বাংলা অর্থ কি
রাবেয়ে নামটি হলো একটি ইসলামিক নাম । এর রয়েছে সুন্দর এবং অর্থপূর্ণ বাংলা অর্থ । রাবেয়া নামের বাংলা অর্থ হলো নিঃস্বার্থ । যে সকল মা-বাবারা মেয়ে শিশুর জন্য র দিয়ে একটি সুন্দর নাম খোঁজ করছেন তারা এই নামটি রাখতে পারেন । নিচে আপনাদের জন্য রাবেয়া নামের সাথে মিল রেখে বেশ কিছু নাম রাখা হলো ।
র দিয়ে মেয়েদের ইসলামিক নাম
রাবেয়া তাসনিম | রাবেয়া সুলতানা মাইশা |
রাবেয়া ইসলাম শাইবা | রাবেয়া মিমি |
রাবেয়া আক্তার ঊষা | রাবেয়া ইসলাম মুন্নি |
রাবেয়া মির্জা | রাবেয়া আক্তার মুনা |
রাবেয়া নাসরিন | রাবেয়া আক্তার ইভা |
রাবেয়া জাহান ইভা | রাবেয়া আফরোজ |
রাবেয়া বিন্তে সাইয়েদ | রাবেয়া বুশরা |
রাবেয়া বসরি | রাবেয়া ইসলাম |
নিশাত জাহান রাবেয়া | রাবেয়া বেগম |
রাবেয়া আজিজ | রাবেয়া আনজুম |

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.