বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদনের পত্র লেখার নিয়ম
আজকে আমরা কিভাবে স্কুল কলেজের জন্য বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র লিখতে হয়ে সে বিষয়ে আপনাদের ছোট্ট একটি ধারোনা প্রদান করবো । আশাঁ করা যায় আজকের এই পোস্টটি আপনাদের কাজে লাগবে । এই নমুনা ফরমেট ব্যবহার করে আপনি খুব সহজে তৈরি করতে পারবেন একটি আবেদন পত্র ।
আবেদনের বিষয় সমূহঃ
বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লিখা নিয়ম ও নমুনা ।
বিনা বেতনে ছুটির জন্য আবেদন পত্র তৈরি করার উপায় ও সহজে নিয়ম ।
দরখাস্তলেখার নিয়ম লিখার নিয়ম ।
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
বরাবর
প্রধান শিক্ষক/অধ্যক
………………………।
বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন ।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের/কলেজের ……..শ্রেণির একজন নিয়মিত ছাত্র/ছাত্রী । আমার বাবা একজন সামান্য বেতনের চাকুরে । আমরা …..ভাই-বোনের প্রত্যেকেই স্কুল, কলেজ পড়ছি । বর্তমান দুর্মূল্যের বাজারে সংসার চালিয়ে আমাদের পড়াশুনার খরচ চালানো আমার পিতার পক্ষে সম্ভব নয় । এমতাবস্থায় আপনার সহযোগিতা না পেলে আমার পড়াশুনা এখানেই বন্ধ হয়ে যাবে ।
অতএব, মহোদয় সমীপে বিনীত আরজ এই যে, আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিয়ে আমার ভবিস্যৎ শিক্ষা জীবন অব্যাহত রাখতে মর্জি হয় ।
বিনীত নিবেদন
আপনার একান্ত বাধ্যগত ছাত্র/ছাত্রী
নামঃ…………………………….
শ্রেণিঃ………….রোলঃ………
বিভাগঃ……………..
তারিখঃ……………
আপনার প্রয়োজন অনুসারে উপরের ফরমেট টি ব্যবহার করতে পারবেন । এর জন্য শূন এস্থানে আপনার নাম ও প্রয়োজনীয় তর্থ্য দিয়ে নিজের জন্য আবেদন পত্র টি তৈরি করতে পারবেন ।

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.