আমাদের মাঝে আবারো চলে আসলো সংযমের মাস প্রবিত্র মাহে রমজান । ২০২২ সালের সেহরি ও ইফতারের সময় সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ । সেই অনুসারে আমরা আমাদের এই ব্লগ পোস্টে প্রকাশ করেছি মাহে রমজানের সেহরি ও ইফতারের সময় সময়সূচি । এই মাসে চাঁদ দেখার উপর নিরভর করে ২ বা ৩ এপ্রিল প্রথম রমজান হতে পারে ইনশাআল্লাহ । রোবরার বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে এই তথ্যটি প্রদান করা হয় । তাদের প্রদান করা রমজানের ক্যালেন্ডার অনুসারে প্রথম রমজান হলো ৩ এপ্রিল রোজ রবিবার প্রথম রমজান নিধারণ করা হয় সাধারণত চাঁদ দেখার উপর নির্ভর করে । সেই অনুসারে প্রথম রমজানের সেহরির শেষ সময় হবে ভোর ৪.২৭ মিনিট এবং ফজরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪.২১ মিনিটে । সব কিছু ঠিক থাকলে প্রথম রমজানের ইফতার হবে ৬.১৯ মিনিটে । আমরা এই পোস্টের মাধ্যমে চেষ্টা করবো সেহরি ও ইফতারের সঠিক সময়সূচি গুলো প্রতিদিন আপডেট করতে । তাছাড়াও আপনি আমাদের ব্লগ সাইট থেকে রমজানের ক্যালেন্ডার ২০২২ ছবি ও পিকচার টি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে নিতে পারেন মাত্র ১ এমবি ইন্টারনেট খরচ করে । তবে দুরুক্ত অনুসারে আপনাকে প্রতিদিনের সেহরির শেষ সময় এবং ইফতারের সময়সূচি সাথে সর্বোচ্চ ১১ মিনিট যোগ করতে হবে এবং সর্বোচ্চ ১০ মিনিট বিয়োগ করতে হবে এটা বিভিন্ন স্থান ও শহর অনুসারে করতে হবে । আপনি যদি আমাদের এই পোস্টের শুরু থেকে শেষ পযর্ন্ত থাকেন তাহলে আপনি এই হিসারে নিয়োম টি সহজে বুঝতে পারবেন ।
মাহে রমজান পিকচার, ছন্দ এসএমএস
রমজানের ক্যালেন্ডার ২০২২
আপনি কি সমপূর্ণ এক মাসের রমজানের ক্যালেন্ডার টি ডাউনলোড করতে চান ? তাহলে আপনি এই পোস্টের মাধ্যমে সহজে আপনার হাতের ফোনটি দিয়ে ডাউনলোড কর নিতে পারেন সেহরি ও ইফতারের সময়সূচি সহ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত রমজানের ক্যালেন্ডার ২০২২ ফাইলটি । আপনি যদি আজকের সেহরির এবং ইফতারের সময় সূচি টি সহজে দেখতে চান তাহলে আমি বলবো আপনি এখনি ডাউনলোড করুন ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত রমজানের ক্যালেন্ডার ছবি ও পিকাচার গুলো । তাহলে আপনি প্রতিদিনর সময় টি আপনার ফোনের সাহায্য দেখতে পাবেন । এর জন্য আপনাকে বারটি কোন কোন ইন্টারনেট থাকতে হবে না । এছাড়া আপনি চাইলে আমাদের প্রকাশ করা ইসলামিক ছবি ও পিকচার এর পোস্টটি ঘুরে দেখতে পারেন ।
![]() |
Mahe Romjan Pic |
সেহরী, ইফতার ও নামাজের সময়সূচি
রমজানে সেহরি ও ইফতারের সময়ের সাথে সাথে নামাজের সময় সূচি ও পরিবর্তন হয়ে থাকে । আপনি যদি সঠিক সময়ে সালাত আদায় করতে চান এর জন্য আপন জানতে হবে পাচঁ ওয়াক্ত নামাজের সময় । তাছাড়া রমজান মাসে সাধারণ সময় সূচির কিছু টা পরিবর্তন হয়ে থাকে । অতিরিক্ত সালাত হিসাবে আদায় করতে হয় তারাবির নামাজ । আপনি আমাদের প্রদান করা রমজানের সময় সূচির ছবি ও পিকচার এর মাধ্যমে দেখতে পাবেন নামাজের সঠিক সময় সূচিটি ।
রমজান কবে থেকে শুরু হবে ?
প্রবিত্র মাহে রমজান করে থেকে শুরু হবে সেটা বলা যায় চাঁদ দেখার উপর নিরভর করে । ঠিক ৩০ টি রোজা হবে নাকি ২৯ টা রোজা হবে এবার সেটাও কিন্তু নিরর্ভর করে চাঁদ দেখার উপর নিরর্ভর করে । আরবি শাবান মাসের শেষ রাত থেকে শুরু হয় প্রবিত্র মাহে রমজান । বাংলাদেশে আনুমানি ২ বা ৩ এপ্রিল ২০২২ ইং থেকে শুরু হতে পারে মাহে রমজান । তাই আশুন নিয়োত করি যাতে মহান আল্লাহতালা আমাদের সুস্থ রাখের রমজান মাস পযর্ন্ত ।
আজকের সেহরি ও ইফতারের সময় সূচি
রোজা রাখান জন্য আমাদের সঠিক সময় অনুসারে যেমন সেহরি করতে হয় ঠিক সঠিক সময় অনুসারে ইফতার এর ও আয়োজন করতে হয় । এখন আপনি যদি বর্তমান সেহরি ও ইফতারের সময় না যেনে থাকেন তাহলে আপনি আমাদের ওয়েব সাইটের মাধ্যমে সহজে দেখতে পাবেন আজকের সেহরি ও ইফতারের সময় সূচি । কিভাবে দেখবেন আজকের সময় সূচি টি এর জন্য আপনাকে আজকে কত তম রমজান সেটা জানতে হবে বা আজকের তারিখ কত তাহলে আপনি সহজে নিধারণ করতে পারবেন সঠিক সময় ।
সেহরির শেষ সময় ২০২২
ইফতারের সময়সূচি ২০২২
২য় রমজানঃ আজকের সেহরি ও ইফতারের সময়
সেহরির শেষ সময়: ৪টা ২৬ মিনিট
ইফতারের সময়: ৬টা ১৯ মিনিট
📌 ঢাকা সময়েন সাথে সেহেরিতে বাড়াতে হবে
📌মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী – ১মিনিট
📌ভোলা, শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল – ২মিনিট
📌নওগাঁ, ঝালকাঠি – ৩মিনিট
📌নাটোর, পাবনা, রাজবাড়ী, মাগুরা, পটুয়াখালী, গোপালগঞ্জ – ৪মিনিট
📌কুষ্টিয়া, রাজশাহী, পিরোজপুর, বরগুনা, নড়াইল, বাগেরহাট, ঝিনাইদহ – ৫মিনিট
📌চাঁপাইনবাবগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা – ৬মিনিট
📌মেহেরপুর– ৭মিনিট
📌সাতক্ষীরা– ৮ মিনিট
📌 ঢাকা সময়েন সাথে সেহেরিতে কমাতে হবে
📌গাজীপুর, লক্ষীপুর, রংপুর, নোয়াখালী, গাইবান্ধা, কক্সবাজার – ১মিনিট
📌শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, চট্টগ্রাম, নরসিংদী – ২মিনিট
📌কুমিল্লা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ফেনী – ৩মিনিট
📌ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবান – ৪মিনিট
📌নেত্রকোনা, খাগড়াছড়ি – ৫মিনিট
📌হবিগঞ্জ– ৬মিনিট
📌সুনামগঞ্জ– ৭মিনিট
📌মৌলভীবাজার– ৮মিনিট
📌সিলেট– ৯মিনিট
📌 ঢাকা সময়েন সাথে ইফতারে বাড়াতে হবে
📌গোপালগঞ্জ, বাগেরহাট, ময়মনসিং – ১মিনিট
📌মানিকগঞ্জ, টাংগাইল, ফরিদপুর, নড়াইল, খুলনা – ২মিনিট
📌শেরপুর, মাগুরা – ৩মিনিট
📌সিরাজগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা – ৪মিনিট
📌কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ – ৫মিনিট
📌চুয়াডাঙ্গা, গাইবান্ধা, বগুড়া – ৬মিনিট
📌নাটোর, মেহেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট – ৭মিনিট
📌রাজশাহী, নওগাঁ, রংপুর, জয়পুরহাট – ৮মিনিট
📌নীলফামারী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ – ১০মিনিট
📌পঞ্চগড়, ঠাকুরগাঁও – ১২মিনিট
📌 ঢাকা সময়েন সাথে ইফতারে কমাতে হবে
📌শরীয়তপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝালকাঠি – ১মিনিট
📌বরিশাল, পটুয়াখালী, বরগুনা, সুনামগঞ্জ, চাঁদপুর – ২মিনিট
📌ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ভোলা, হবিগঞ্জ – ৩মিনিট
📌কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার – ৪মিনিট
📌খাগড়াছড়ি, চট্টগ্রাম – ৮মিনিট
📌রাঙামাটি– ৯মিনিট
📌বান্দরবান, কক্সবাজার – ১০মিনিট
সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২


If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.