শিউলি ফুলের ছবি
অনেকর কাছে শিউলি ফুলটি শেফালী নামেও পরিচিত । শিউলি ফুল টি সাধারণত দক্ষিণ এশিয়ার দক্ষিণ-পূর্ব থেকে পশ্চিমে এলাকা জুড়ে দেখতে পাওয়া যায়। এই ফুলের গাছ টি নরম ধূসর ছাল হয়ে থাকে এবং ৮ থেকে ১০ মিটার লম্বা হয়ে থাকে । এই ফুলর রয়েছে মন সুগন্ধি করার মতো ঘ্রাণ । তবে এই ফুলটির একটি বৈশিষ্ট্য এটি রাতে ফুটে এবং সকাল বেলায় ঝরে যায় । তবে হিন্দু ধর্মাবলম্বীরা শিউলি ফুলকে দুর্গা পূজার আগমনি হিসাবে মর্যাদা দিয়ে থাকে । শিউলি ফুল কখন ফুটে ? শিউলি ফুল বাংলাদেশে শরৎকালে ফুটে থাকে । ফুলের প্রতি মানুষের ভালোবাসার শেষ নেই আর কোন দিনও এই ভালোবাসা কমবে না ।
আজকে আমরা এই ব্লগ পোস্ট শেয়ার করতে চেস্টা করছি বেশ কিছু ২০২২ সালে সেরা কিছু শিউলি ফুলের ছবি ও পিকচার । আশাঁ করা যায় এই পোস্টর সকল ফুলের কালেকশ গুলো আপনাদের অনেক ভালোলাগবে । ভালোলাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ।
![]() |
শিউলি ফুল photo |
শিউলি ফুলের ইংরেজি নাম কি?
শিউলি ফুলের ইংরেজি নাম বা (বৈজ্ঞানিক নাম হলো Nyctanthes arbor-tristis যা কিনা নিক্টান্থেস Nyctanthes প্রজাতির একটি ফুল। চলুন জানা যাক এরো বেশ কিছু এলাকা ভিত্তির শিউলি ফুলের নাম ।
শিউলি ফুলের বেশ কিছু এলাকা ভিত্তিক নামর তালিকা
বাংলা ভাষায় – শিউলি বা শেফালি
সংস্কৃত ভাষায় – নালাকুমকুমাকা, হারসিঙ্গারাপুস্পক, সুকলাঙ্গি, রাজানিহাসা, মালিকা, বিজয়া, নিসাহাসা, প্রহার্ষিনী, প্রভোলানালিকা, বাথারি, ভুথাকেশি, সীতামাঞ্জারি, সুবাহা, নিশিপুস্পিকা, প্রযক্তা, প্রযক্তি।
তামিল ভাষায় – পাভাঝা মাল্লি বা পাভালা মাল্লি
ওড়িয়া ভাষায় – গঙ্গা শিউলি
মনিপুরী ভাষায় – সিঙ্গারেই
অসমিয়া ভাষায় – শেওয়ালি (শেৱালি)
শিউলি ফুলের ছবি ডাউনলোড
শরৎকালে কালের সকলের প্রিয় ফুলটি হলো শিউলি । অনেকের কাছে এই ফুলটি খুবে প্রিয় একটি ফুল নানা কাজে শিউলি ফুল ব্যবহার করা হয়ে থাকে যেমন হলো হলুদ রং তৈরীতে ব্যবহার করা হয় । নানা প্রকার সামাজিক অনুষ্ঠিানে ও ব্যবহার করা হয়ে থাকে । আমাদের মাঝে আবার অনেকে শিউলি ফুলের ফবি মোবাইলে ডাউনলোড করে রাখেন নানা কাজে । কেউবা নিজের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে অথবা নিজের প্রিয় মানুষ গুলো কে সেন্ড করতে । সেই সকল ভাই ও বোনদের জন্য আমরা এখানে নিয়ে আসলাম shiuli full picture কালেকশন । আপনি আমাদের এই ব্লগ পোস্টটি থেকে খুব সহজে আপনার হাতের মোবাইল ফোনটির সাহায্যে শিউলি ফুলের পিকচার ও ছবি গুলো ডাউনলোড করতে পারবেন ।
![]() |
Shiuli ful photo |
![]() |
Shiuli ful Pics |
![]() |
shiuli full pic |
![]() |
shiuli full picture hd |
![]() |
শিউলি ফুল hd photo |
![]() |
shiuli full picture |
![]() |
শিউলি ফুল hd pic |
![]() |
শিউলি ফুল hd wallpaper |
![]() |
শিউলি ফুল photo download |
![]() |
শিউলি ফুল ছবি |
![]() |
শিউলি ফুল পিকচার |
![]() |
শিউলি ফুলের গাছের ছবি |
![]() |
শিউলি ফুলের ছবি ডাউনলোড |

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.