১। নিচের কোনটি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ ?
উত্তরঃ মেশিনারি ব্যবহারজনিত উদ্ধ্রত মূল্য হ্রাস ।
২। রিফাতের কারবারে প্রাম্ভিক মজুদ পণ্য ১৫.০০০ টাকা নিট ক্রয় ৭০০০ টাকা এবং সমাপণী মজুদ পণ্য ৮০০০ টাকা । উক্ত কারবারে সমম্বিত ক্রয়ের পরিমাণ কত টাকা ?
উত্তরঃ খ) ১৪০০০ টাকা
৩। সাকিব ট্রেডার্সের নিকট থেকে প্রাপ্ত ৫০০০ টাকা সাকিব ট্রেডার্সের পরিবর্তে রাকিব ট্রেডার্সের ক্রেডেটি করা হয়েছে ?
উত্তরঃ বেদাখিলার ভুল
৪ । ধারে পণ্য বিক্রয়ের ক্ষেতে দেনাদারের নিকট থেকে যে টাকা আদায় হবে না বলে নিশ্চিত সেটিকে কী কলা হয় ?
উত্তরঃ কু-ঋণ সঞ্চিতি
৫ । পন্যের বিক্রয়মূল্য নির্ধারণ করে কে ?
উত্তরঃ বিক্রেতা
৬ । আবিদ ফারিদকে কত টাকা পরিশোধ করেছে ?
উত্তরঃ ২২৩১০
৭ । বিক্রয় সত্বেও ফরিদের জন্য কোন ধরনের বাট্রা নির্দেশ করে ?
উত্তরঃ প্রদত্ত বাট্রা
৮ । অন্যান্য আয়ের অন্তর্ভুক্ত
উত্তরঃ ১ । প্রাপ্ত লভ্যাংশ
২। বিনিয়োগের সুদ
৯ । প্রতিটি দেনাদার ও পাওনাদারের জন্য প্রস্ততকৃত খতিয়ান কে কি বলা হয় ।
উত্তরঃ সহকারি খতিয়ান
১০ । পাওনাদার ২৭০০০ টাকা অলিখিত বহিঃফেরত ৩০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ৫০০০ টাকা হলে চলকি দায় এর পরিমাণ কত টাকা ।
উত্তরঃ ২৯০০
১১। স্বাল্পমেয়াদী দায় হলো ।
উত্তরঃ ১ । পাওনাদার
৩। বকেয়া মজুরি
১২ । নিচের কোনটির মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধাতা যাচাই করা হয় ।
উত্তরঃ রেওয়ামিল
১৩ । জানুয়ারি ১৫ তারিখে সাধারণ জাবেদা কোনটি।
উত্তরঃ নগদান হিসাব ডেবিট যন্তপাতি হিসাব ক্রেডিট
১৪ । উপযুক্ত হিসাবটি থেকে জানুয়ারি মাসের নগদ লেনদেন সম্পর্কে যা প্রকাশ পায় তা হলো ।
উত্তরঃ ১ । সমাপনী হাতে নগদ ৯০০০ টাকা
২ । নগদ প্রদান ৩০০০ টাকা
১৫ । চলমান জের ছকে হিসাবের জের কখন জানা যায় ।
উত্তরঃ যে কোন সময়ে
১৬ । আয় হিসাবসমূহ সবর্দা কোন জের প্রকাশ করে ।
উত্তরঃ ক্রেডিট জের
১৭ । তিহামের নিকট পণ্য বিক্রয় লেনদেনটি নিচের কোন বইতে লিপিবদ্ধ করা হয় ।
উত্তরঃ বিক্রয় জাবেদা
১৮। নিচের কোন হিসাবটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে ।
উত্তরঃ বহিঃফেরত
১৯ । বলতি বছরে আয় ব্যয় পরবর্তী বছরে অন্তর্ভূক্তি রোধকল্পে নিচের কোনটি প্রয়োজন ।
উত্তরঃ সমন্বয় দাখিলা
২০ । নিজের কোন ভুলটি থাকা সত্বেও রেওয়ামিল মিলে যায় ।
উত্তরঃ নীতিগত ভুল
২১ । লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে কোন বইতে লিপিবদ্ধ করা হয় ।
উত্তরঃ জাবেদা
২২ । ব্যবসায় ব্যয় বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে ।
উত্তরঃ মালিকানা স্বতৃ হ্রাস পায়
২৩ । ক্রেডিট নোট কে তৈরি করেন।
উত্তরঃ বিক্রতা
২৪ । বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপ্ত ক্রয়- এখানে কোন হিসাবকে ডেবিট করতে হবে ।
উত্তরঃ ক্রয় হিসাব
২৫ । বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হয় নিচের কোনটি ।
উত্তরঃ মুনাফাজাতীয় আয়
২৬ । দুতরফা দাখিলা পদ্ধতিতে মোট ডেবিট ও মোট ক্রেডিটর টাকার অংক সমান । এই ধারনাই
উত্তরঃ হিসাব সমীকরণের ভিত্তি
২৭ । বহিঃফেরত দ্বারা নিচের কোনটি তৈরি করা হয়।
উত্তরঃ ডেবিট নোট
২৮ । উক্ত মাসে জনাব জাকিরের পরিমাণ কত টাকা ।
উত্তরঃ ৮০০০
২৯ । নগদ মূলধন আনায়ন এর ফলে হিসাব সমীকরণে ।
উত্তরঃ মালিকানা স্বাত্ব বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধি পাবে ।
৩০ । নিচের কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ।
উত্তরঃ দ্বৈত সত্বা

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.