কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আগামি ১৬.১১.২০২১ ইং রোজ মঙ্গলবার তোমাদের অনুষ্টিত হবে রসায়ন পরীক্ষাটি । তাই আর বেশি দেরি না করে আমি তৈরি করে ফেললাম রসায়ন পরীক্ষার সাজেশন ২০২১। এখানে তুমি পাবে এস এস সি ২০২১ রসায়ন mcq/বহুনির্বাচনি উত্তরমালা| এসএসসি রসায়ন সাজেশন ২০২১ তাই আর বেশি দেরি না করে পড়া শুরু করতে পারো আমাদের দেওয়া সাজেশন গুলো । বিঃদ্রঃ এখান তেকে সে সব কমন আসবে তার কোন প্রকার নিশ্চিয়তা দিতে পারবো না । তবে মনে করি আপনি যদি এগুলো তেকে পড়েন তাহলে বেশ কিছু কমন পাবেন ।
এস এস সি Chemistry সাজেশন ২০২১
![]() |
এসএসসি রসায়ন সাজেশন ২০২১ এস এস সি-SSC Chemistry Question & Suggestion for Exam 2021 |
এসএসসি রসায়ন সাজেশন MCQ ২০২১
প্রিয় বন্ধুরা তোমরা এখান থেকে রসায়ন পরীক্ষার জন্য বহুনির্বাচনি প্রশ্ন গুলো পড়তে পারো । আশা করা যায় সব গুলো কমন পাবে তোমরা । নিচে অধ্য়য় গুলোর নাম দেওয়া হলো । ssc Chemistry suggestion 2021 .
এস এস সি রসায়ন বহুনির্বাচনি সাজেশন ২০২১
*অধ্যয় ঃ ২ পদার্থের অবস্থান
***অধ্যয় ঃ ৪ পর্যায় সারণি
***অধ্যয় ঃ ৫ রাসায়নিক বন্ধন
***অধ্যয় ঃ ৬ মোলের ধারণা ও রাসায়নিক গণনা
**অধ্যয় ঃ ৭ রাসায়নিক বিক্রয়া
***অধ্যয় ঃ ৮ রসয়ন ও শক্তি
***অধ্যয় ঃ ১১ খনিজ সম্পদ জীবানু
**অধ্যয় ঃ ১২ আমাদের জীবনে রসায়ন
SSC Chemistry Question 2021
*** প্রথম অধ্যায়
১ . গবেষণা কি
২. পাকা আম খেতে মিষ্টি লাগে কেন
৩. পেটে এসিডের জন্য এন্টাসিড খাওয়া হয় কেন
৪. মরিচা কিভাবে প্রতিরোধ করা যায়
*** দ্বিতীয় অধ্যায়
১ . নিঃসরণ কি
২. ব্যাপন কাকে বলে
৩. একই পদার্থের গলনাস্ক ও স্ফুটনাস্ক ভিন্ন কেন
৪. ব্যাপন ও নিঃসননের হার কিসের উপর নিভর করে ব্যাখ্যা করো
এস এস সি Chemistry সাজেশন ২০২০ |এসএসসি রসায়ন উত্তরমালা ২০২১
*** তৃতীয় অধ্যায়
১ . নিউক্লিয়ান সংখ্যা কত
২. পরমাণু কি
৩. আণবিক ভর কাকে বলে
৪. আইসোপোপ কি
৫. বিজারক ইলেকট্রন দান করে কেন
৬. পরমাণু কেন আদান গ্রস্থ হয়
৭. রাদারফোর্ডের মডেলটি ত্রটিপূন
SSC Chemistry Question & Suggestion for Exam 2021
*** ৫ম অধ্যায়
১. সমযোজী বন্ধন কাকে বলে
২. সমযোজী বন্ধন কি
৩. জারণ সংখ্যা কি
৪. না এর না আয়নের আকারের ভিন্নতা দেখা যায় কেন
৫. পানি পোলার যৌগ কেন ব্যাখ্যা কর
৬. নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস সমূহ লেখ
৭. যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ব্যাখ্যা কর
*** ষষ্ঠ অধ্যায়
১. মৌল কি
২. Ph কি
৩. পটাশিয়ামের ল্যাটিন নাম কি ?
৪. কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না কেন ?
*** নবম অধ্যায়
১. No2 গ্যাসের বণ কী
২. তেতুলে কোন এসিড থাকে
৩. ক্ষারের সংঞ্জা লেখ
৪. স্বাস্থ্য রক্ষায় ph এর গুরুত্ব ব্যাখ্যা কর
৫. কপার অক্রাইড ক্ষার নয় কেন
এস এস সি রসায়ন সাজেশন ২০২১ |এসএসসি রসায়ন ফাইনাল সাজেশন
*** দ্বাদশ অধ্যায়
১. সাবান কি ?
২. ব্রাইন কি?
৩. মেরিনেট কাকে বলে
৪. সকল খনিজ আকরিক নয় ব্যাখ্যা করো
৫. বর্ষাকালে খাদ্য লবণ গলে যায় কেন

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.