ভালোবাসা দিবসের ছবি, পিকচার, ওয়ালপেয়ার, ফটো
বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে ! আমরা সকলে জানি যে ভালোবাসার কোন দিবস লাগেনা, কারন সত্যিকারের ভালোবাসার কোন দিবস নেই । ভালোবাসা দিবস হতে পারে প্রতিদিন, প্রতিক্ষন,যে কোন সময় কারন সত্যিকারের ভালোবাসা কোন সময় দিন মেনে চলে না ।
বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা
সারা বিশ্ব ১৪ ফেব্রুয়ারি- তে বিশ্ব ভালোবাসা দিবস হিস উদযাপন করা হয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানিক ভাবে । তবে ভ্যালেন্টাইন ডে দিনে দেখা যায় যে তরুণ-তরুণীদের মাঝেই বেশি উদযাপন করেত দেখা যায় সারা বিশ্বে । কিন্ত এটি মানুষ মানুষে প্রতি ভালোবাসার জন্য উদযাপন করাটা সঠিক এতে মানুষের মাঝে বিশাল পরিবতণ তৈরি হবে ।
ভালোবাসা দিবস দিনটি আমরা আমাদের মা-বাবা ভাই, বোন ও পরিবারের সকলের সাথে উদযাপনের মধ্যে দিয়ে পালন করতে পারি ।
ভালোবাসা দিবস ২০২২/ভ্যালেন্টাইন ডে
ভালোবাসা দিবস কে উপলক্ষে দেখা যায় যে বিভিন্ন প্রেমিক প্রেমিকা ও বিবাহিত কাপলদের মাঝে ভ্যালেন্টাইন ডে এর বিভিন্ন শুভেচ্ছো বার্তা আদান প্রদান করতে দেখা যায় । আপনারা যাতে আপনার প্রিয় মানুষদেরকে ভালোবাসা দিবসের এসএমএস, কবিতা, পিকচার, শুভেচ্ছা পাঠাতে পারেন তার জন্য আমাদের এবারের ভালোবাসা দিবসের বিশাল আয়োজন করা হয়েছে ।
তাই আজকে, (ই-প্রত্রিকা বিডি) আজ নিয়ে এলো আপনাদের জন্য ভালবাসা দিবসের ২০২২ এর একবিশাল আয়োজন যাতে করে আপনারা আপনাদের পরিবারে ও আপনজন কে ভ্যালেন্টাইন ডে ২০২২ এর এসএমএস, কবিতা, স্টাটাস, বাণী, ছবি, পিকচার, ওয়ালপেপার ইত্যাদি শেয়ার করতে পারেন ।
![]() |
ভালোবাসা দিবসের ছবি |
ভ্যালেন্টাইন ডে / ভালোবাসা দিবসের ইতিহাস
ভালোবাসা দিবস এর বিষয়ে বিভিন্ন ইতিহাসবিদদের লেখার মধ্যে উঠে এসছে যে প্রাচীন দুটি রোমান প্রথা থেকেই ভালোবাসা দিবস এর সূত্রপাত । খ্রিস্টান এক চিকিৎসক ফাদার ও পাদ্রী সেন্ট ভ্যালেনটাইনের নামানুসারে এই দিনটি (ভ্যালেনটাইনস ডে) নাম করন করা হয়ে । খ্রিস্টাব্দ ২৭০ এর ১৪ ফেব্রুয়ারি তে রোমান সম্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার অপরাধে সেন্ট ভ্যালেনটাইনকে মৃত্যুদন্ড দেন।
মৃত্যুর আগে ফাদার ভ্যালেন্টাইন তাঁর আদরের একমাত্র মেয়েকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে নিজের স্বাক্ষর হিসেবে লিখেছিলেন (ফ্রম ইওর ভ্যালেনটাইন)। তারপর থেকে পরবর্তী বছর থেকে বাবার মৃত্যুর দিনকে তাঁর মেয়ে এবং মেয়ের প্রেমিক মিলে ভ্যালেন্টাইনস ডে হিসেবে উদযাপন করা শুরু করে। যুদ্ধে আহত মানুষকে সেবার অপরাধে মৃত্যুদন্ডে দন্ডিত ভ্যালেন্টাইনকে ভালবেসে ১৪ ফেব্রুয়ারিকে উদযাপনের রীতিটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর তা থেকেই শুরু হয় ‘বিশ্ব ভালোবাসা দিবস’ বা ‘ভ্যালেন্টাইন ডে’-এর রীতি। ভালোবাস দিবস- উইকিপিডিয়া
ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা / ভ্যালেন্টাইন ডে এসএমএস
![]() |
ভালোবাসা দিবসের sms / ভ্যালেন্টাইন ডে এসএমএস |
তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ ,আর প্রথম শ্রেষ্ঠ কাজটি ছিলো তোমায় খুজে বের করা। ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে ২০২২।
বিশ্ব ভালোবাসা দিবস ২০২২
তোমায় ঠিক ততটাই ভালবাসি যতটা ভালবাসলে কাদা যায়। কেননা তুমি হয়তো জাননা যে তোমার কথা যখন মনে পড়ে । আমি তখন কাদি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে ২০২২
তুমি আমার চাদের আলো তুমি আমার পূর্ণিমা চাঁদ তোমাকে পাব এটা আমার চির কালের সাদ।
কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ যদি না দেখে কাঁদে, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!
সারাক্ষন ভাল থেকো, ভালবাসা মনে রেখ । দিনের বেলা হাসি মুখে, রাতের বেলা অনেক সুখে॥ নানা রঙের স্বপ্ন দেখ, স্বপ্নের মাঝে আমায় রেখ
বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত পবিত্র.. কিন্তু সময়ের কাছে পরাজিত,, বাস্তবতার কাছে অবহেলিত!!!
উঠল বেজে মোবাইল দৌড়ে যাই এগিয়ে তুমি ডাক দিয়েছ এই আশা নিয়ে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে ২০২২।
আজ না খুব একা একা লাগছে। চোখের সামনে তুমি তবু যেন তোমাকে ছোয়া যায় না। কেন এমন হয় বলোতো ! ভালবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে ! তোমাকে ছাড়া যে আমার নিশ্বাস নিতেও কষ্ট হয় !
৭ ফেব্রুয়ারি= রোজ ডে। ৮ ফেব্রুয়ারি= প্রপোস ডে। ৯ ফেব্রুয়ারি= চকলেট ডে। ১০ ফেব্রুয়ারি= টেডি ডে। ১১ ফেব্রুয়ারি= প্রমিস ডে। ১২ ফেব্রুয়ারি=hug ডে। ১৩ ফেব্রুয়ারি= কিস ডে। ১৪ ফেব্রুয়ারি= হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।
যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হল আবেগ। যখন কেউ কাউকে কাঁদায় সেটা হল প্রতারনা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে! সেটাই হল প্রকৃত ভালবাসা!
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে, আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়, আমি তোমাকে চাই তোমার মত করে নয়, আমার মত করে, আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন ডে
ভ্যালেন্টাইন ডে / ভালোবাসা দিবসের উক্তি/বাণী
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পরে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম। – হুমায়ূন আজাদ
অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে। কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। – হুমায়ূন আহমেদ
ভালোবাসাটা হচ্ছে একধরনের প্রতিজ্ঞা – কৃষণ চন্দর
সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালবাসার স্বাদ থাকেনা – তরকারীতে লঙ্কামরিচের মত – রবীন্দ্রনাথ ঠাকুর
কে তুমি আমারে ডাকো অলখে লুকায়ে থাকো ফিরে ফিরে চাই দেখিতে না পাই – গৌরী প্রসন্ন মজুমদার
যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়, তবুও তুমি আমার যদি নায়াগ্রা জলপ্রপাত একদিন সাহারের কাছে চলেও যায় তবুও তুমি আমার – গৌরী প্রসন্ন মজুমদার
তুমিই শুধু ভালোবাসা রাখতে গিয়ে ছড়িয়ে ফেললে চতুর্দিকে অসাবধানে ভালোবাসা ছড়িয়ে ফেললে চতুর্দিকে… – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
‘ভালোবাসি’ বলে দেব স্ট্রেটকাট, আবার যখনই দেখা হবে – নির্মলেন্দু গুণ
তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি, তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নেই যতোই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই ততো মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে – মহাদেব সাহা
তোমার জন্য সকাল, দুপুর তোমার জন্য সন্ধ্যা তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা – হেলাল হাফিজ
কোনদিন, আচমকা একদিন ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,- ‘চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’, যাবে? – হেলাল হাফিজ আকালের
এই কালে সাধ হলে পথে ভালোবেসো, ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি লাল শাড়িটা তোমার পড়ে এসো – হেলাল হাফিজ

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.