বিশ্ব ভালোবাসা দিবস ২০২২ বা হ্যাপি ভ্যালেন্টাইন ডে । ভালোবাসা কি কোন দিবস দিন সময় মেনে চলে নাকি সত্যি কারের ভালোবাসার জন্য কখনো কোন দিবস দিন লাগে না । তবে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাাসা দিবস হিসাবে উৎযাপন করা হয় । এদিনে বাংলাদেশে ও বিভিন্ন রকমের কার্যক্রম এর মাধ্যমে এই দিনটিকে পালন করা হয় । তবে এই দিনটে প্রেমিক ও প্রেমিকার জন্য খুবে গুরুত্বপূন একটি দিন । শুরু কি বাংলাদেশে সকল দেশের ছেলে মেয়েরা এই দিনটিকে ভালোভাবে ইনজয় করে একে অপরের সাথে । তবে ভালোবাসা দিবস মানে যে আপনি শুরু আপনার প্রেমিকাকে নিয়ে দিন কাটাবেন উৎযাপন করবেন আসলে এটা । আমাদের উচিত এক জন মানুষ হিসাবে মানুষকে ভালোবাসা নিজের জন্ম ভুমিকে ভালোবাসা । আমাদের সমাজে অনেক গরিব দুঃখী মানুষ আছে আমাদের চার পাশেঁ আসুন সেই সকল মানুষদের পাশে দাঁড়ায় । পবিবার মা, বাবা, ভাই, বোনদের কে নতুন ভাবে ভালোবাসি এবং ভালোবাসা দিবস ২০২২ সালটি থেকে নিজেকে ভালোবাসি নিজেকে পরিবর্তন করি । তাহলে দেখতে পাবেন যেমন আপনি ভালো থাকবেন ঠিক আপনার মতো আপনার সমাজটা ও ভালো থাকবে ঠিক এই ভাবে একদিন আমাদের পৃথিবী টাও পরির্বতন হবে । আসেন কাজের কথায় আপনি কি ১৪ ফেব্রুয়ারি ২০২২ ইং বিশ্ব ভালোবাসা দিবস অথবা হ্যাপি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নতুন কিছু পিকচার কালেকশন খোঁজ করছেন ? তাহলে আপনার জন্য আমরাই এখানে নিয়ে আসলাম কোন প্রকার ঝামেলা ছাড়াই ভালোবাসা দিবসের এসএমএস, কবিতা, পিকচার ও ছবি (কালেকশন) ।
আজকে তাই আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ভালোবাসা দিবসের বেশ কিছু ছবি ও পিকচার । যা আপনারা সহজে আপনার হাতে মোবাইল ফোনটি দিয়ে ডাউনলোড করতে পারবেন । আরো থাকছে ভালোবাসার পিকচার, ছবি ও ফেসবুক স্ট্যাটাস কালেকশন ।
ভালোবাসা দিবসের না জানা কিছু তর্থ্যঃ
বিভিন্ন লেখকদের লেখা ও ইতিহাসবিদদের তর্থ্য অনুসারে জানা যায় যে প্রাচীন দু’টি রোমান প্রথা থেকেই ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস এর সৃষ্টি হয় । খ্রিস্টান এক চিকিৎসক ও পাদ্রী সেন্ট ভ্যালেনটাইনের নামানুসারে এই দিনটি `ভ্যালেনটাইনস ডে অথবা ভালোবাসা দিবস । ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি এর দিনে রোমান সম্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার অপরাধে সেন্ট ভ্যালেনটাইনকে মৃত্যুদন্ড দেন ।
মৃত্যুর আগে ফাদার ভ্যালেন্টাইন একমাত্র মেয়েকে একটি চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিতে লেখা ছিলো যে ফ্রম ইওর ভ্যালেনটাইন । সেই থেকে তার মেয়ে এবং তার প্রেমিক সহ প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে উৎযাপন করেন । যা বর্তমানে ভালোবাসা দিবস হিসাবে পরিচিত । যখন এই ঘটনাটি সাড়া বিশ্বে ছড়িয়ে পরে তখন থেকে প্রতি বছর এই দিনে ভালোবাসা দিবস পালন করা হয় । আসলে সেই সময়ে সেই চিকিৎসক এক মহত কাজ করেছেন । আমাদের এই দিনটি থেকে আসলে অনেক কিছু শিক্ষা নিতে হবে ।
Valentines sms / ভালোবাসা দিবসের এসএমএস
💘তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ , আর প্রথম শ্রেষ্ঠ কাজটি ছিলো তোমায় খুজে বের করা। ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে ২০২২।
💘❣💞💓💖💌তোমায় ঠিক ততটাই ভালবাসি যতটা ভালবাসলে কাদা যায়। কেননা তুমি হয়তো জাননা যে তোমার কথা যখন মনে পড়ে । আমি তখন কাদি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে ২০২২
💘❣💞💓💖💌তুমি আমার চাদের আলো তুমি আমার পূর্ণিমা চাঁদ তোমাকে পাব এটা আমার চির কালের সাদ।
💘❣💞💓💖💌সারাক্ষন ভাল থেকো, ভালবাসা মনে রেখ । দিনের বেলা হাসি মুখে, রাতের বেলা অনেক সুখে॥ নানা রঙের স্বপ্ন দেখ, স্বপ্নের মাঝে আমায় রেখ
ভালোবাসা দিবসের পিকচার, ছবি, ওয়ালপেয়ার, ফটো / ভ্যালেন্টাইন ডে ২০২২














If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.