সরকারি চাকুরি সন্ধানী ভাই ও বোনদের জন্য সুখবর । কারন এই সপ্তাহের সেরা চাকুরি খবর এর মধ্যে হলো পানি উন্নায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি । উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১১০ টি শূন্য পদের জন্য নিয়োগ প্রকাশ করা হয়েছে । বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ২১/১০/২০২১ ইং তারিখে এবং । ০২ ধরনের মোট ১১০ টি পদে বিশাল নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২১ ইং তারিখ পর্যন্ত বিকাল ০৫ টা পর্যন্ত ।
পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নাম ও যোগ্যতাঃ
১) উপসহকারী প্রকৌশলী / শাখা কর্মকর্তা( পুর )
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রী
শূন্য পদ সংখ্যাঃ ৮৫ টি ।
বেতন গ্রেডঃ ১০
স্কেলঃ টাকা ১৬০০০-৩৮৬৪০
২) উপসহকারী প্রকৌশলী / শাখা কর্মকর্তা( যান্ত্রিক/ বিদ্যুৎ )
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রী
শূন্য পদ সংখ্যাঃ ২৫ টি ।
বেতন গ্রেডঃ ১০
স্কেলঃ টাকা ১৬০০০-৩৮৬৪০
কিভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন ফর্ম পুরন করতে হবে ২০ নভেম্বর ২০২১ ইং তারিখ পর্যন্ত বিকাল ০৫ টা এর মধ্যে । rms.bwdb.gov.bd এখান থেকে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে ও বিকাশের টাকা পেমেন্ট প্রদান করতে হবে ।
অফিসিয়াল সাইট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডঃwww.bwdb.gov.bd
আরো পড়ুনঃ বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ 2021 । joinnavy.mil.bd

If you have any questions or suggestions feel free to contact us. Or If you have any issues with this site mail me at Email of Admin: [email protected]! I will reply as soon as possible.